এখনই ক্রিকেটকে জানাচ্ছেন না বিদায়, জল্পনা উড়িয়ে জানালেন ইউনিভার্স বস ক্রিস গেইল



বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার অত্যন্ত হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছে গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের পাঁচ ম্যাচে মাত্র একটিতেই জয় পেয়েছিল তারা। ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, ক্রিস গেইলদের মত একাধিক মহারথী থাকার পরেও এই দল সেভাবে কিছুই করতে পারেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষ হতে না হতেই বিশ্ব ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিয়ান তারকা ডোয়াইন ব্রাভো। তার সাথে একইসঙ্গে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল ইউনিভার্স বস ক্রিস গেইলকেও।

যার ফলে অনেকেই মনে করেছিলেন হয়তোবা বিশ্ব ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন এই ক্যারিবিয়ান দানবও। তবে এবার সেই জল্পনার অবসান ঘটালেন গেইল নিজেই আইসিসির পক্ষ থেকে আয়োজিত ফেসবুকে একটি কথোপকথনে গেইল জানিয়েছেন, বিশ্ব ক্রিকেটকে এখনই বিদায় জানাচ্ছেন না তিনি, তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল তার কারণ তিনি বিশ্বকাপে নিজের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছেন। আর সেই কারণেই ব্যাট তুলে সকলের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন তিনি।

তবে তিনি জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের হয়ে নিজের ঘরের মাঠ জামাইকায় একটি ফেয়ারওয়েল ম্যাচ খেলতে চান তিনি। সেই ম্যাচের জন্য তিনি অপেক্ষা করবেন, যদি তাকে সেই ম্যাচ খেলতে দেওয়া হয় তাহলে সেখানেই ক্রিকেট থেকে বিদায় নেবেন আর না হলে ডোয়ইন ব্র্যাভোর তালিকায় যোগ দিতে হবে ফেয়ারওয়েল ম্যাচ না খেলেই। তিনি বলেন, “এটা সত্যিই একটি সুন্দর ক্যারিয়ার ছিল, আমি এখনও অবসরের ঘোষণা করিনি, তারা যদি আমাকে ঘরের দর্শকের সামনে জামাইকায় একটি ম্যাচ খেলার সুযোগ দেন। তাহলে আমি বলব অনেক অনেক ধন্যবাদ বন্ধু।”

chris gayle west indies cricket 3357849

তিনি আরও বলেন,“ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা সবসময়ই আনন্দের। আসলে আমরা যখন খেলায় ফলাফল পাইনা, হেরে যাই, তখন আমরা সত্যিই খুব কষ্ট পাই। ৪২ বছর বয়স হওয়া সত্ত্বেও, আমি এখনও শক্তভাবে দাঁড়িয়ে আছি। আমার ক্যারিয়ার সত্যিই ভালো হয়েছে। আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে রক্ত ​​ঝরিয়েছি, চোখের জল ফেলেছি।”

 

 

Abhirup Das

সম্পর্কিত খবর