সবথেকে সফল কোচ, সবার থেকে ভালো অধিনায়ক, কিন্তু কোনও ICC ট্রফি না নিয়েই বিদায় নিলেন শাস্ত্রী-কোহলি

বাংলা হান্ট ডেস্কঃ নামিবিয়ার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপের সফর শেষ করলেও এবারের বিশ্বকাপে পরবর্তী পর্যায়ে যেতে পারেনি ভারত। ২০০৭ সালের পর কোন ধরনের বিশ্বকাপেই এত খারাপ পারফরম্যান্স ছিলনা ভারতের। তবে সেই যন্ত্রণাময় সফর এবার শেষ হয়েছে, আর একই সঙ্গে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলিও। শুধু কোহলিই যে অধিনায়কত্ব ছাড়ছেন তাই নয় একইসঙ্গে কোচ পদের মেয়াদ শেষ করে সরে যাচ্ছেন রবি শাস্ত্রীও।

ভারতের নতুন কোচ হিসেবে ইতিমধ্যেই রাহুল দ্রাবিড়ের নামে সীলমোহর পড়ে গিয়েছে। এখন দেখে নেওয়ার সময় এসেছে রবি শাস্ত্রীর রিপোর্ট কার্ড। একথা ঠিক যে ভারতের হয়ে শাস্ত্রী কোহলি জুটি কোন আইসিসি ট্রফি এনে দিতে পারেননি, কিন্তু ২০১৭ সাল থেকে তার কোচিং পর্ব দেখতে হলে একাধিক অ্যাচিভমেন্ট রয়েছে তার রিপোর্ট কার্ডে। শাস্ত্রীর কোচিংয়ে খেলা ৪২ টি টেস্টের মোট ২৫ টি টেস্ট জিতে নিয়েছে ভারতীয় দল। এক্ষেত্রে কিন্তু ভারতের অন্য যে কোন কোচের তুলনায় এগিয়ে রয়েছেন তিনি।

এই তালিকায় তার ঠিক পরেই রয়েছেন জন রাইট। তিনি ৫২ টির মধ্যে ২১ টি ম্যাচ জিতিয়েছেন ভারতকে। গ্যারি কাস্টেনের আমলে ৫২ টির মধ্যে ১৬ টি এবং ডানকান ফ্লেচারের আমলে ৩৯ টি ম্যাচের ১৩ টি জিতেছে টিম ইন্ডিয়া। যদিও জয়ের হারের ক্ষেত্রে দেখতে গেলে সব থেকে এগিয়ে রয়েছেন অনিল কুম্বলে। তার আমলে মাত্র ১৭ টি টেস্ট খেলেছিল ভারতীয় দল, কিন্তু তার মধ্যে ১৩ টিতেই জয়লাভ করেছিল তারা।

IMG 20210905 160145

শাস্ত্রীর রিপোর্ট কার্ড অবশ্য বেশ ভালো, কারণ তার কোচিং আমলেই টানা ৪০ মাস টেস্ট ক্রিকেটে প্রথম স্থান ধরে রেখেছিল ভারত। এছাড়া তার আমলেই অস্ট্রেলিয়ায় দুদুবার টেস্ট সিরিজ জয় করেছিলেন বিরাট-রাহানেরা। টেস্ট ক্রিকেট হোক বা ওয়ানডে ক্রিকেট বিরাট শাস্ত্রী জুটি কিন্তু ভারতকে বহু জয় এনে দিয়েছে। বিরাট অধিনায়ক এবং শাস্ত্রী কোচ থাকাকালীন মোট ৩৯ টি টেস্ট খেলেছে ভারত। যার মধ্যে ২২টি ম্যাচেই জয় পেয়েছে ভারতীয় দল। ওয়ানডেতে ৬৫ ম্যাচে মোট ৪৩ টি এবং টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচের ৩২ টিতে ভারতকে জয় এনে দিয়েছে শাস্ত্রী বিরাট জুটি।

 

Abhirup Das

সম্পর্কিত খবর