বাংলা হান্ট ডেস্কঃ শেষ হয়েছে ভারতের বিশ্বকাপের যন্ত্রনাময় সফর। ২০০৭ সালের পর এই প্রথমবার কোন বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে টিম ইন্ডিয়া। তবে ক্রিকেটের লড়াই এখনই শেষ হচ্ছে না ভারতের। ১৭ নভেম্বর থেকেই ঘরের মাটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে মেন ইন ব্লু। মঙ্গলবার এই সিরিজের জন্য ভারতীয় দলও ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। একদিকে যেমন দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে তেমনই আবার আইপিএলের একঝাঁক তরুণ তারকাকেও দলে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। অনেকেই মনে করছেন আইপিএলের এই তারকারা এবার নীল জার্সিতেও নিজেদের প্রমাণ করতে সফল হবেন, আসুন দেখে নেওয়া যাক এমন কয়েকজন তারকার নাম যাদের ওপর রয়েছে প্রবল প্রত্যাশা।
রুতুরাজ গাইকোয়াড়ঃ
গতবার আইপিএলে চুড়ান্ত ব্যার্থ হবার পর এবার ফের একবার ট্রফি জিতে দুরন্ত কামব্যাক করেছে ধোনির ইয়োলো ব্রিগ্রেড সিএসকের এই সফলতার পিছনে যে খেলোয়াড়ের ভূমিকা ছিল সবথেকে বেশি তিনি তরুণ রুতুরাজ। ধোনি অধিনায়কত্ব ছাড়ার পর অনেকেই তাকে অধিনায়কের প্রবল দাবিদার বলেও মানতে শুরু করেছেন শুধুমাত্র এবারের আইপিএলেই ব্যাট হাতে ১৬ ম্যাচে ১৩৬.২৬ স্ট্রাইক রেটে ৬৩৫ রান সংগ্রহ করেছেন তিনি, একই সাথে জিতে নিয়েছেন অরেঞ্জ ক্যাপও। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও মহারাষ্ট্র দলের নেতৃত্বের দায়িত্ব রয়েছে এই তরুণ খেলোয়াড়ের কাঁধে। এখন ইন্ডিয়ার নীল জার্সিতে এই সিরিজেই তিনি সু্যোগ পান কিনা সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।
হর্ষল প্যাটেলঃ
এবারের আইপিএলে ব্যাট হাতে যেমন নতুন স্টার হয়ে উঠেছিলেন রুতুরাজ তেমনি বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন আরসিবির হর্ষল। বিশেষ করে কোহলির দলকে প্লে অফে তুলতে যথেষ্ট বড় ভূমিকা ছিল এই তরুণ জোরে বোলারের। মরশুমে মোট ৩২ টি উইকেট নিয়ে একদিকে যেমন তিনি জিতে নিয়েছিলেন পার্পেল ক্যাপ তেমনি সিএসকের চ্যাম্পিয়ান অলরাউন্ডার ব্রাভোর রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন তিনি। আইপিএলের এক মরশুমে সর্বোচ্চ উইকেট শিকারী হিসাবে ২০১৩ সালে ব্রাভোর তুলে নেওয়া ৩২ উইকেটই এতদিন পর্যন্ত ছিল শীর্ষ স্থানে। এবার সেই তালিকায় যুক্ত হল হর্ষলের নামও একই সঙ্গে এবারের আইপিএলে একটি হ্যাটট্রিকও রয়েছে তার। অনেকেই মনে করছেন সুযোগ পেলে এই বোলার এবার এবার যথেষ্ট ঘাতক হয়ে উঠতে পারেন কিউয়ি সেনার বিরুদ্ধেও।
ভেঙ্কটেশ আইয়ারঃ
ভেঙ্কটেশ আইপিএলের একেবারেই নবতম সংযোজন। এমনকি আইপিএলের প্রথম পর্বেও দলে ছিলেন না কেকেআরের এই তারকা। কিন্তু দ্বিতীয় পর্বে মাঠে নেমেই রীতিমত সাড়া ফেলে দিয়েছেন তিনি। একদিকে যেমন ব্যাট হাতে চারটি হাফ সেঞ্চুরি সহ ১০ ম্যাচে সংগ্রহ করেছেন ৩৭০ রান তেমনি আবার মিডিয়াম পেস বোলিং দিয়েও শিকার করেছেন বেশ কয়েকটি উইকেট। হার্দিক পান্ডিয়ার ফর্ম এবার যথেষ্ট চিন্তায় রেখেছিল ভারতীয় শিবিরকে। তাই ভারত অবশ্যি চাইবে ঘরোয়া সিরিজে হার্দিকের বদলে অন্য কোন জোরে বোলিং অলরাউন্ডারকে তৈরি রাখতে। জানিয়ে রাখি পার্ট টাইম বোলার হিসাবে সামগ্রিক টি টোয়েন্টি কেরিয়ারে এখনও পর্যন্ত ৪৮ ম্যাচে ২৮ টি উইকেট নিয়েছেন ভেঙ্কটেশ যা মোটেই খারাপ নয়।