বাংলাহান্ট ডেস্ক: টেলিভিশনের পর্দা হোক বা মোবাইলের স্ক্রিন সর্বত্রই হিট মোদক পরিবার। টানা ৩৪ সপ্তাহ ধরে বাংলা সেরার খেতাব ধরে রেখেছে মিঠাইরাণী। দর্শকরা চোখে হারাচ্ছেন মিঠাই (mithai) সিদ্ধার্থকে। আবার সোশ্যাল মিডিয়াতেও সুপারহিট মিঠাই পরিবার। মিঠাই, তোর্সা, নন্দার গার্লস গ্যাং হোক সোম-মিঠাই এর জুটি, রিল ভিডিও ভাইরাল হবেই হবে।
তখন এখন বিষয়টা অন্য রকম। সিরিয়ালে নতুন সদস্য এসেছে মোদক পরিবারে। তোর্সাকে বিয়ে করে বাড়ির বৌ করে নিয়ে এসেছে সোম। নতুন নতুন বিয়ে হয়েছে। এখন কি আর মিঠাইয়ের সঙ্গে রিল বানাতে ইচ্ছা করে? তাই নতুন বৌ তোর্সার সঙ্গেই রিল ভিডিও বানালো সোম।
নতুন ভাইরাল ট্রেন্ড মেনে ‘কমলায় নেত্ত করে থমকিয়া থমকিয়া’ গানে জুটি বেঁধে নাচলেন ধ্রুব সরকার (dhrubo sarkar) এবং তন্বী লাহা রায় (tonni laha roy)। দুজনেই রিল বানাতে দক্ষ তেমনি নাচেও তুখোড়। সেটা ভিডিও দেখেই বেশ বোঝা যায়। গোলাপি রূপোলির মিশেলে শাড়ি ও একই রঙা স্লিভলেস ব্লাউজ পরে নাচলেন তন্বী। পাশে খয়েরি রঙা পাঞ্জাবি ও সাদা পাজামায় সোম। ভিডিও বানিয়ে দিলেন সৌমিতৃষা কুণ্ডু।
‘মিঠাই’ এর এই খল জুটিকে দেখে আপ্লুত নেটিজেনরা। সোমকে টেসের সঙ্গেই বেশি ভাল মানায়, এমনটাই বক্তব্য নেটিজেনদের। অনেকে আবার মজা করে বললেন, আবার সেই স্লিভলেস ব্লাউজ পরেছে ট্যাঁশ বুড়ি! ভালবাসা জানালেন ভাইরাল গানের গায়িকা আকৃতি কক্করও। ভিডিওর লাইক সংখ্যা ছাড়াল ১৯ হাজার।
https://www.instagram.com/reel/CWITHfNhreg/?utm_medium=copy_link
অলক্ষ্মী বিদায়ের দিনই সোমের স্ত্রী হয়ে মনোহরাতে পা রেখেছে তোর্সা। মোদক পরিবারের সকলে পুজো শেষে নিয়ম মেনে অলক্ষ্মীকে বিদায় করতে যাচ্ছে। ঠিক সেই সময়ে দরজায় এসে দাঁড়ায় সোম ও তোর্সা। বরবেশে সোম, পাশে লাল টুকটুকে বেনারসী, সোনার গয়নায় সেজে টেস বুড়ি। সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর।
হতবাক মিঠাইয়ের দিকে তাকিয়ে তাঁর প্রশ্ন, ‘মিঠাই, নিজের বড় জাকে বরন করে ঘরে তুলবে না?’ বরনের সময় থেকেই মিঠাইকে বিপদে ফেলতে পা বাড়িয়ে রয়েছে তোর্সা। তবে এই সময়ে সিদ্ধার্থকে পাশে পেয়েছে মিঠাই। উচ্ছেবাবু কথা দিয়েছে সারা জীবন মিঠাইয়ের পাশে থাকবে।