বাংলাহান্ট ডেস্ক: টলিউডের বিচ্ছেদের দুসংবাদ। ছয় বছর পর দাম্পত্য সম্পর্কে ইতি টানলেন সঙ্গীত শিল্পী অনুপম রায় (anupam roy) ও পিয়া চক্রবর্তী (piya chakraborty)। টুইটে যৌথ বিবৃতি দিয়ে সংসার ভাঙলেন দুজনে। তবে প্রতিশ্রুতি দিলেন সারা জীবন বন্ধু হয়ে থাকার। খবরটা হজম করতে না করতে গুঞ্জন ছড়িয়ে পড়ল, টলি পাড়ার এক অভিনেতার জন্যই নাকি আচমকা বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিলেন অনুপম। আনন্দবাজার অনলাইন সূত্রে খবর,টলিউডের এই প্রথম সারির অভিনেতার সঙ্গেই নাকি সম্পর্কে জড়িয়েছেন পিয়া।
ইয়াস এবং করোনার সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন অনুপম, পিয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে তন্ময় ঘোষের সংগঠন ‘বাংলা সংস্কৃতি মঞ্চ’এ এঁরা দুজন ছাড়াও যোগ দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়রা।
করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্তের সময়েও একত্রে সাহায্যের হাত বাড়িয়েছিলেন অনুপম ও পিয়া। পরমব্রত, ঋদ্ধি, সুরঙ্গনাদের সঙ্গে সেফ হোম খোলার বন্দোবস্ত করেছিলেন তাঁরা। গত ২৭ জুন পরমব্রতর জন্মদিনে এবং ১৬ অগাস্ট পিয়ার জন্মদিনে একে অপরকে শুভেচ্ছা জানান তাঁরা ছবি শেয়ার করে। এই ঘটনাগুলোই কি নীরবে অন্য কোনো গল্প বলছে? উত্তর এখনো মেলেনি কোনো পক্ষেই।
বৃহস্পতিবার যৌথ বিবৃতি দিয়ে বিচ্ছেদ ঘোষনা করেন অনুপম পিয়া। বিবৃতিতে লেখা, ‘আমরা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছি বিয়ের সম্পর্কটা শেষ করার এবং নিজেদের পথে বন্ধু হিসেবে চলার। একসঙ্গে আমাদের সফরটা খুব সুন্দর ছিল, সুন্দর অভিজ্ঞতা এবং সুখী স্মৃতিতে ভরা। কিন্তু ব্যক্তিগত অমিলের জন্য আমরা মনে করি স্বামী স্ত্রী হিসেবে আমাদের আলাদা হয়ে যাওয়াটাই ভাল। আমরা আগে যেমন ঘনিষ্ঠ বন্ধু ছিলাম তেমনি থাকব এবং একে অপরের ভাল থাকার ভাল থাকার দায়িত্ব নেব।’
আরো লেখা হয়েছে, ‘এতদিন পর্যন্ত প্রতি পদক্ষেপে যারাই আমাদের পাশে ছিলেন, সমস্ত বন্ধু, পরিবার এবং শুভাকাঙ্খীদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা আবেদন করব এভাবেই সহানুভূতি এবং বোঝাপড়াটা বজায় রাখুন যাতে জীবনের এই বদলটা আত্মমর্যাদা এবং গোপনীয়তার সঙ্গে আমরা গ্রহণ করতে পারি।’