পাকিস্তানের হারের পর দলের ক্লাস নিলেন বাবর আজম, মুখ লুকিয়ে বসে ছিল এই খেলোয়াড়

বাংলা হান্ট ডেস্কঃ নিজেদের প্রথম ম্যাচেই ভারতকে হারানোর পর এবার আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল পাকিস্তান। এমনকি গ্রুপ পর্বেও তারি ছিল এমন একটি দল যারা একটিও ম্যাচ না হেরে সেমি ফাইনাল পর্বে পৌঁছায়। কিন্তু গত বৃহস্পতিবার সেমিতে অস্ট্রেলিয়ার কাছে পাঁচ উইকেটে হারের ফলে বিশ্ব জয়ের স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে যায় বাবর আজমদের। এরপর খেলোয়াড়দের নিয়ে নানা রকম কথা বার্তা শুরু হয়ে গিয়েছে একদিকে যেমন কেউ গুরুত্বপূর্ণ ক্যাচ ফেলার জন্য হাসান আলির সমালোচনা করতে শুরু করেছেন তেমনি আবার কেউ কেউ সমালোচনা  করতে শুরু করেছেন শাহীন আফ্রিদি মহম্মদ হাফিজদের। কিন্তু জয়ই আসুক বা হার দলের মধ্যে সঠিক পরিবেশ বজায় রাখা একান্ত জরুরী। আর সেই কারনেই গোটা দলকে বড় বার্তা দিলেন অধিনায়ক বাবর আজম।

সেমিফাইনালে অজিদের বিরুদ্ধে হারের পর সম্প্রতি পাক ডেসিংরুমের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে পিসিবি। যেখানে দেখা যায় খেলোয়াড়ডের সাথে কথা বলছেন অধিনায়ক বাবর এবং কোচ ম্যাথু হেডেন। এই ভিডিওতে বাবরের বার্তা শুনে  মন ভরে গিয়েছে অনেকেরই। প্রত্যেক খেলোয়াড়কে তাদের যোগদানের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “কেউ কারো দিকে আঙুল তুলবে না। কোথায় ভুল হয়েছে তা কেউ কাউকে বলবে না। পরিশ্রম আমাদের হাতে, ফলাফল আমাদের হাতে নেই। আমাদের শুধু দেখতে হবে কোথায় ভুল হয়েছে।”

তিনি এও বলেন, দল হেরে গিয়েছে ঠিকই কিন্তু এই মুহূর্তে কেউ কারও দিকে আঙুল তুলবে না বরং সবাই সবাইকে টেনে তুলবে সবাই সবার পাশে দাঁড়াবে কারন এটাই সেই সময় যখন পাশে দাঁড়ানো একান্ত দরকার, এমনকি কেউ কারও দিকে আঙুল তিনি তার সাথে আলাদা করে কথা বলবেন বলেও জানান তিনি। বাবর বলেন, আমরা ভুল করেছি এবং সেই ভুল খুঁজে বের করে আমাদের শিক্ষা নিতে হবে। কিন্তু সবার আগে প্রইয়োজন দল হিসাবে একজোত হয়ে থাকা।

প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ১৭৬ রানের বিশাল লক্ষ্যমাত্রা অর্জন করার পরেও ফিল্ডিংয়ের সময় সেই রান আটকাতে ব্যার্থ হয় পাকিস্তান। স্টয়নিস এবং ম্যাথু ওয়েডের মারকুটে ব্যাটিংয়ের দৌলতে শেষ বেলায় পাকিস্তানের মুখ থেকে জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া।

 

 

 

 

Abhirup Das

সম্পর্কিত খবর