প্রথম বলে মিস, দ্বিতীয় বলেই ছক্কা! উমাকে হাতে কলমে ক্রিকেট শিক্ষা দিলেন সৌরভ

বাংলাহান্ট ডেস্ক: সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের (sourav ganguly) মতো ক্রিকেটার হওয়ার স্বপ্ন উমার (uma) চোখে। ‘দাদাগিরি’তে এসে স্বয়ং দাদার সঙ্গেই ক্রিকেট খেলার সৌভাগ‍্য হবে তা হয়তো ভাবতে পারেনি উমাও। প্রথম বল ফসকালেও দ্বিতীয় বলে সোজা ছক্কা হাঁকাল উমা। প্রশংসায় পঞ্চমুখ সৌরভ।

জি বাংলায় নতুন নতুন শুরু হয়েছে ‘উমা’। ক্রিকেটপ্রেমী এক মেয়ের কাহিনি নিয়ে শুরু হয়েছে এই নতুন সিরিয়াল। শনিবার গোটা টিমকে নিয়েই দাদাগিরি খেলতে আসছে উমা। স্বয়ং মহারাজকে সামনে পেয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারেনি সে। দাদাকে সে বলে, “আমিও আপনার মতো ক্রিকেটার হতে চাই”। তাই শুনে স্টুডিওতেই উমাকে নিয়ে খেলতে নেমে পড়লেন সঞ্চালক সৌরভ।

IMG 20211113 183411
প্রথমে বল হাতে তিনি নিজে দাঁড়ালেন পিচের এধারে। ব‍্যাট হাতে তখন উমা। প্রথম বলে ব‍্যাটই চালাতে পারল না উমা। মিস করে বল সোজা উইকেট কিপার অভিমন‍্যুর হাতে। উমা আউট। এবার কীভাবে খেলতে হয় সেটা দেখাতে সৌরভ নিজে ধরলেন ব‍্যাট। উমার প্রথম বলেই বাউন্ডারি হাঁকালেন তিনি।

এবার ফের উমার পালা। এবারে আর মিস করেনি সে। সৌরভের বলে সোছা ছক্কা হাঁকায় উমা। প্রশংসায় ভরিয়ে দেন সৌরভ। শনিবার রাত সাড়ে নটায় জি বাংলায় সম্প্রচারিত হবে দাদাগিরির এই বিশেষ পর্ব। অভিমন‍্যু, উমা ছাড়াও খেলবে আলিয়া, আলিয়ার মা সহ সিরিয়ালের অন‍্য সদস‍্যরাও।

https://www.instagram.com/p/CWNusDTIH6J/?utm_medium=copy_link

সিরিয়াল শুরু হওয়ার আগে মুখ‍্য চরিত্র সহ পার্শ্ব চরিত্রদেরও মাঠে নেমে ক্রিকেট খেলার প্রশিক্ষণ নিতে হয়েছে। উমা চরিত্রে অভিনয় করছেন নতুন মুখ শিঞ্জিনী চক্রবর্তী। এছাড়াও আলিয়া চরিত্রে রয়েছেন পাণ্ডব গোয়েন্দা খ‍্যাত ‘বিচ্চু’ ওরফে শ্রীতমা মিত্র। এখানে অবশ‍্য তিনি খল চরিত্রে।

84226586
শুরু হওয়ার পর প্রথম সপ্তাহেই ভাল ফল করেছিল উমা। সেই থেকে টিআরপি তালিকায় বরাবর এক থেকে পাঁচের মধ‍্যেই রয়েছে এই সিরিয়াল। বাবা মারা যাওয়ায় ক্রিকেট খেলার স্বপ্ন অপূর্ণই থেকে গিয়েছে উমার। ভাগ‍্যের ফেরে মহিলা ক্রিকেটার আলিয়ার অ্যাসিস্ট‍্যান্ট হতে হয় তাকে। এই আলিয়ার সঙ্গে আবার সিরিয়ালের নায়ক অভিমন‍্যুর বিয়ে ঠিক হয়ে রয়েছে। এখন সিরিয়ালে দেখানো হচ্ছে, কোমরে চোট পাওয়ায় নিজের জায়গায় লুকিয়ে উমাকে খেলতে নামাচ্ছে আলিয়া। উমা কি খেলতে পারবে নাকি ধরা পড়ে যাবে, উত্তেজিত রয়েছেন দর্শকরাও।

Niranjana Nag

সম্পর্কিত খবর