মমতা ব্যানার্জীর প্রকল্প ‘হ্যাক’ বিজেপির মুখ্যমন্ত্রীর, এবার এই রাজ্যেও চলবে ‘দুয়ারে সরকার’

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে ব্যাপক সাড়া ফেলেছিল রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে জয়ী হলেই, রাজ্যে ফের চালু করা হবে ‘দুয়ারে সরকার’ প্রকল্প। কিন্তু বাংলার সরকারের এই প্রকল্পেকেই নাকি নকল করল গোয়ার বিজেপি সরকার!

তৃতীয়বার বাংলার ক্ষমতায় আসার পর, এবার দিল্লী জয়ের লক্ষ্যে এগোচ্ছে তৃণমূল শিবির। সেই মর্মে ত্রিপুরার পর টার্গেট করেছে গোয়াকে। ত্রিপুরার নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণার পর, এবার টার্গেট গোয়ার নির্বাচন। কিন্তু নির্বাচনের পূর্বেই গোয়ার বিজেপি সরকারের বিরুদ্ধে প্রকল্প নকল করার অভিযোগ তুলল তৃণমূল।

সূত্রের খবর, রবিবারই এক প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত (Dr Pramod Sawant)। আর সেই প্রকল্পের নাম ‘সরকার তুমচ্ছা দারি’ (Sarkar Tumchya Daari)। এর অর্থ হল, সরকার তোমার দরজায়। আর এই প্রকল্পের সঙ্গেই বাংলার ‘দুয়ারে সরকার’ প্রকল্পের নামের মিল তুলে ধরল তৃণমূল শিবির।

এই বিষয়কে কেন্দ্র করে ট্যুইটারে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল লেখে, ‘বাংলার ”দুয়ারে সরকার” প্রকল্পের নকল হল গোয়ায় বিজেপি সরকারের ওই প্রকল্প। আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের প্রকল্পকেই গ্রহণ করছে গোয়ার সরকার’।

জানা গিয়েছে, আজ অর্থাৎ ১৪ ই নভেম্বর গোয়ার আলদোনায় সকাল ১০ টা নাগাদ ‘সরকার তুমচ্ছা দারি’ প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত। আর এই প্রকল্পের নামের সঙ্গেই ‘দুয়ারে সরকার’ প্রকল্পের নামের মিল খুঁজে পেল তৃণমূল। সেইসঙ্গে নিজেদের প্রকল্প নকল করার অভিযোগও তুলল।

Smita Hari

সম্পর্কিত খবর