রোহিত শর্মা অধিনায়ক হতেই বদলে গেল ড্রেসিং রুমের হাওয়া, বড় তথ্য তুলে ধরলেন কেএল রাহুল

বাংলা হান্ট ডেস্কঃ 17 নভেম্বর থেকে ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের প্রথম বার দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে যোগ দিতে চলেছেন রাহুল দ্রাবিড়। স্বাভাবিকভাবেই তার দলে আসা নিয়ে এখন ভীষণ রকম উৎসাহিত সকলে। একই রকম উৎসাহিত দলের সহ অধিনায়ক কে এল রাহুলও। এবার সিরিজ শুরুর আগেই নতুন অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে মুখ খুললেন তিনি। তিনি স্পষ্টতই জানিয়েছেন ভারত-এ দলে থাকাকালীন রাহুলের সঙ্গে দীর্ঘ সময় কাটানোর সুযোগ পেয়েছেন তিনি। তার মতে রাহুল দলে ভালো সংস্কৃতি এবং সুন্দর পরিবেশ বজায় রাখতে অত্যন্ত দক্ষ।

একইসঙ্গে কে এল রাহুল বলেন, “আমি খুবই ভাগ্যবান যে আমি রাহুল দ্রাবিড়কে দীর্ঘদিন ধরে চিনি। আমার ক্যারিয়ারের শুরু থেকেই, আমি তার পরামর্শ অনুসরণ করে খেলাকে আরও ভালভাবে বুঝতে পেরেছি এবং ব্যাটিংকে সাজানোর করার চেষ্টা করেছি। কর্ণাটকে তিনি আমাদের সবাইকে অনেক সাহায্য করেছেন।” তিনি আরও বলেন, “কোচ হিসেবে তিনি সব তরুণ খেলোয়াড়ের সঙ্গে আছেন। প্রধান কোচ হিসেবে তার আসাটা তার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ। আমরা সবাই জানি তিনি কত বড় নাম এবং দেশের জন্য তিনি কী করেছেন।”

রোহিত শর্মার রণনীতিরও প্রশংসা করেছেন সহ-অধিনায়ক রাহুল। তিনি স্পষ্টতই বলেন, “আমরা তাকে আইপিএলে দেখেছি এবং তার পরিসংখ্যানই সব বলে দেয়। তার খেলাকে বোঝার অসাধারণ ক্ষমতা রয়েছে এবং একই সঙ্গে তিনি একজন দক্ষ রণনীতিকার। এই কারণেই অধিনায়ক হিসেবে এতোখানি অর্জন করতে পেরেছেন তিনি।” জানিয়ে রাখি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচ পাঁচটি আইপিএল ট্রফি দখল করেছেন রোহিত শর্মা।

2019 6image 17 24 358619285rohitandrahul

রাহুল আরও বলেন, আগামী কয়েক সপ্তাহে দলের রণনীতি ঠিক কি হবে তা জানতে তিনি উদগ্রীব হয়ে রয়েছেন। তিনি জানান, দলগত খেলায় সমস্ত সিদ্ধান্তই সম্মিলিতভাবে নেওয়া হয়। তবে নেতৃত্বে থাকা গোষ্ঠীর মূল কাজ হল, কোন খেলোয়াড়ের কি ভূমিকা তা বুঝিয়ে দেওয়া। প্রসঙ্গত উল্লেখ্য, নিউজিল্যান্ডের কাছে হারের কারণেই এবারও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ভারতীয় দলকে। তাই ভারত অবশ্যই চাইবে এর বদলা নিতে।

 

 

Abhirup Das

সম্পর্কিত খবর