বড় ঘোষণা, আগামী ৯ বছরে ৪টি ICC টুর্নামেন্টের আয়োজন করবে ভারত, রইল সময়সূচী

বাংলা হান্ট ডেস্কঃ সবেমাত্র শেষ হয়েছে একুশ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। মরু দেশের এই বিশ্বযুদ্ধ শেষ হতে না হতেই, এবার আগামী দশ বছরের জন্য রোডম্যাপ তৈরি করে ফেলল আইসিসি। আগামী 10 বছরে অর্থাৎ 2022 সাল থেকে 2031 সাল, কোন কোন দেশ কোন কোন আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে তার একটি তালিকা প্রকাশ করল তারা। জানিয়ে রাখি, এই তালিকায় স্থান পেয়েছে পাকিস্তানও।

1987 সালের বিশ্বকাপ ভারত ও পাকিস্তান যৌথভাবে আয়োজন করেছিল। এরপর 1996 সালে, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা যৌথ আয়োজক ছিল। অর্থাৎ এতদিন পর্যন্ত সমস্ত টুর্নামেন্টই যৌথভাবে আয়োজন করেছে পাকিস্তান। তবে এই প্রথমবার একক আয়োজনের অনুমতি পেল তারা। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি একক ভাবে আয়োজন করার অনুমতি দেওয়া হয়েছে পাকিস্তানকে। এছাড়া 2023 সালে এশিয়া কাপও আয়োজন করবে পাকিস্তান।

জানিয়ে রাখি, সবথেকে বেশি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারতই। 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে মোট চারটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। এর মধ্যে রয়েছে 2026 এর টি-টোয়েন্টি বিশ্বকাপ, 2029 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ। আগে থেকেই জানা গিয়েছিল 2024 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে বেছে নিতে পারে আইসিসি। এক্ষেত্রে যৌথ আয়োজক হিসেবে রাখা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। ওয়েস্ট ইন্ডিজের সাথে যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করতে চলেছে তারা।

আইসিসি টুর্নামেন্ট আয়োজনের অনুমতি পেয়েছে এই দেশগুলিঃ
2022 টি-টোয়েন্টি বিশ্বকাপ: অস্ট্রেলিয়া
2023 ওডিআই বিশ্বকাপ: ভারত
2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ: মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ
2025 চ্যাম্পিয়ন্স ট্রফি: পাকিস্তান
2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত ও শ্রীলঙ্কা
2027 ওডিআই বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া
2028 টি-টোয়েন্টি বিশ্বকাপ: অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড
2029 চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারত
2030 টি-টোয়েন্টি বিশ্বকাপ: ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড
2031 ওয়ানডে বিশ্বকাপ: ভারত ও বাংলাদেশ

 

Abhirup Das

সম্পর্কিত খবর