বাংলা হান্ট ডেস্কঃ 2022 সালেই আসতে চলেছে 5 রাজ্যে বিধানসভা নির্বাচন। অর্থাৎ গণতান্ত্রিকভাবে আগামী পাঁচ বছরের জন্য সরকার নির্বাচন করবেন আমজনতা। এর জন্য আপনার বৈধ ভোটার কার্ড থাকা একান্ত প্রয়োজন, না হলে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। গণতন্ত্রের সবথেকে বড় উৎসব হল ভোটদান। কারণ এর মাধ্যমেই আমজনতা প্রতিনিধিকে শাসক হিসেবে নির্বাচিত করে। উত্তরপ্রদেশ সহ বাকি বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে এই মুহূর্তে সরগরম রাজনীতি।
রাজনৈতিক নেতারা ইতিমধ্যেই নানা রকম প্রতিশ্রুতি দিতে শুরু করেছেন। আপনার যদি বৈধ ভোটার কার্ড না থাকে সে ক্ষেত্রে আপনি আপনার পছন্দের নেতাকে বেছে নিতে পারবেন না। আপনাকে জানিয়ে রাখি ভোটার কার্ডের জন্য আবেদন জানানো খুবই সহজ। এমনকি অনলাইনেও এর জন্য আবেদন জানাতে পারেন আপনি। দেখে নেওয়া যাক নতুন ভোটার কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হবে আপনাকে।
ভোটার কার্ডের জন্য আবেদনের পদ্ধতিঃ
★প্রথমে গুগলে গিয়ে ভারতের নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://nvsp.in/ টাইপ করুন। এরপর আপনার সামনে যে নতুন পেজ খুলবে তাতে register as a new voter/elector অপশন দেখতে পাবেন আপনি। অপশনটিতে ক্লিক করুন।
★এরপর আপনার সামনে একটি নতুন আবেদনপত্র দেখতে পাবেন। প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবধানে এই ফর্মটি পূরণ করতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করুন।
★ভোটার আইডি কার্ড রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে মোবাইল নম্বর ইমেইল আইডি, ঠিকানার প্রমাণ (আধার কার্ড, ব্যাঙ্ক পাস বুক, পাসপোর্ট, জন্ম শংসাপত্র, ডিএল ইত্যাদি) যেকোনও একটির স্ক্যান কপি, পাসপোর্ট সাইজ ছবি দরকার হবে আপনার।
ফর্মটি সঠিকভাবে পূরণ করলে পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে এক মাসের মধ্যে আপনার নতুন ভোটার আইডি কার্ড পাঠিয়ে দেওয়া হবে। এর জন্য আপনাকে কোন অর্থ খরচ করতে হবে না।