আরিয়ান ছাড়া পেতেই লক্ষ্মীলাভ! নতুন ক্রিকেট দল কিনলেন শাহরুখ

বাংলাহান্ট ডেস্ক: খেলার দুনিয়ায় আবারো নতুন দল কিনলেন শাহরুখ খান (shahrukh khan)। আইপিএলে (Indian premier league) কলকাতা নাইট রাইডার্সের (kolkata night riders) পাশাপাশি এবার এমিরেটস ক্রিকেট বোর্ডের এমিরেটস টি ২০ লিগেও (emirates t20 league) নতুন ফ্র‍্যাঞ্চাইজি কিনলেন কিং খান। একা শাহরুখ নন, খবর মিলেছে মুম্বই ইন্ডিয়ানসের (mumbai indians) মালকিন নীতা অম্বানিও (nita ambani) নাকি দল কিনেছেন এই নতুন লিগে।

এমনিতে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি ক‍্যারিবিয়ান ক্রিকেট লিগেও খেলে শাহরুখের দল ট্রিনবাগো নাইট রাইডার্স। ক্রিকেট বিশ্বে যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে দুবাই তাতে এই টুর্নামেন্টেরও ভবিষ‍্যতে সফলতাই দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই বলা যায়, ঠিক জায়গাতেই তীর মেরেছেন শাহরুখ ও মুকেশ-পত্নি।

2de67114f9e388559e3be17cbd3289e6
এই দুই তারকা ছাড়াও দিল্লি ক‍্যাপিটালসের কিরণ কুমার গান্ধী এবং ফাইনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি ক‍্যাপ্রি গ্লোবালও দল কিনেছে এমিরেটস টি ২০ লিগে। শোনা যাচ্ছে, চেন্নাই সুপার কিংসও দল কেনার চিন্তা ভাবনা করছে।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, আইপিএলে একটি ক্রিকেট দল কিনতে চলেছেন রণবীর দীপিকা। বিসিসিআই ইতিমধ‍্যেই ঘোষনা করেছে ২০২২ সালে আইপিএলে আরো দুটি দল বাড়তে চলেছে। শোনা যাচ্ছে তাদের মধ‍্যে একটি দল কেনার ইচ্ছা রয়েছে দীপবীরের।

আরিয়ান খানের মাদক কাণ্ড নিয়ে গত এক মাস এক রকম গা ঢাকা দিয়েই ছিলেন শাহরুখ। ‘পাঠান’ ছবির শুটিং করতে গত মাসেই স্পেন যাওয়ার কথা ছিল কিং খানের। কিন্তু ছেলে হঠাৎ করেই মাদক কাণ্ডে জড়িয়ে পড়ায় সেই শুট বাতিল করতে বাধ‍্য হন তিনি। এখন আরিয়ান বাড়ি ফিরেছেন, ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছেন তিনি। এবার কাজে ফিরবেন শাহরুখ।

Niranjana Nag

সম্পর্কিত খবর