বাংলাহান্ট ডেস্ক: বব বিশ্বাস (bob biswas), ছোট্ট অথচ মারাত্মক এই চরিত্রটির সঙ্গে দর্শকদের পরিচয় হয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের (saswata chatterjee) দৌলতে। ‘কাহানি’ ছবিতে বিদ্যা বালানের মুখ্য চরিত্রটিকেই বেমালুম ফিকে করে দিয়ে নজর কেড়ে নিয়েছিল বব বিশ্বাস, এক লাইনে যার পরিচয় দিতে হলে বলতে হয়, ঠাণ্ডা মাথার খুনি। ‘নমস্কার, আমি বব বিশ্বাস। এক মিনিট’, এটা বলেই যে কেউ নির্লিপ্ত ভাবে মানুষ খুন করে দিতে পারে তা শাশ্বতর চরিত্র না দেখলে হয়তো জানা যেত না।
এত কথার অবতারণা এই কারণে যে বব বিশ্বাস আর ছোট্ট চরিত্রের মধ্যে আটকে নেই। তাকে নিয়েই গোটা ছবি। শুধু একটাই বদল, যিনি চরিত্রটিকে এনেছিলেন তিনিই নেই ছবিতে। শ্বাশ্বতর বদলে ববের চরিত্রে এসেছেন অভিষেক বচ্চন (abhishek bachchan)। গত দু বছর ধরে এই ছবির জন্য অপেক্ষা করে ছিল সিনেপ্রেমীরা। গত বছরেই প্রকাশ্যে এসেছিল জুনিয়র বচ্চনের লুক। বাহ্যিক মোড়কে অনেকটা বব বিশ্বাসের মতো দেখালেও অভিনয় কতটা করতে পারলেন? ট্রেলারেই মিলল তার কিছুটা ঝলক।
প্রথমেই বলে রাখা ভাল, বাঙালি বব বিশ্বাস যাকে কিনা শাশ্বত এনে দিয়েছিলেন তাকে অভিষেকের মধ্যে খুঁজতে গেলে ভুল করবেন। না রয়েছে কথার মধ্যে কোনো বাঙালি টান আর অভিনয়শৈলীটাও স্বাভাবিক ভাবেই আলাদা। ছবির গল্প বলছে, স্মৃতিশক্তি হারিয়েছে বব। স্ত্রী, দুই ছেলে মেয়ে কাউকেই চিনতে পারছে না। এমনকি তার পেশা যে মানুষ খুন করা তাও বেমালুম ভুলে গিয়েছে।
কিন্তু ববকে মনে করানোর দায়িত্ব নেয় তারা যাদের হয়ে এক সময় খুন করার কাজ করেছে সে। ফের অপরাধ জগতে ফেরে বব বিশ্বাস। অভিষেকের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্তও। দিতিপ্রিয়াও ছবিতে থাকলেও ট্রেলারে দেখা যায়নি তাঁকে। পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘কাহানি’র পরিচালক সুজয় ঘোষের মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ। আগামী ৩ রা ডিসেম্বর জি ফাইভ এ মুক্তি পাবে বব বিশ্বাস। সেদিনই অভিষেকের ভাগ্যপরীক্ষা।