‘ভালোবাসায় বোল্ড’ হচ্ছেন, অন্তর্বাসের সঙ্গে চাবুক ফিগার শো অফ করলেন নতুন মা নুসরত

বাংলাহান্ট ডেস্ক: বিতর্কের অবসান ঘটেছে সম্প্রতি। নিখিল জৈনের সঙ্গে নুসরত জাহানের (nusrat jahan) বিয়েটা যে অবৈধ তা জানিয়ে দিয়েছে আদালত। অবশ‍্য মামলায় হেরেও কুছ পরোয়া নেই সাংসদ অভিনেত্রীর। তিনি এখন নিজের নতুন সংসার নিয়েই ব‍্যস্ত। ‘স্বামী’ যশ দাশগুপ্ত, ছেলে ঈশানকে নিয়েই সময় কাটছে তাঁর। সঙ্গে অবশ‍্যই আছে অভিনয় কেরিয়ার এবং নতুন ইউটিউব শো।

নুসরত চিরদিনই বোল্ড ছিলেন। তাঁর একাধিক বার সম্পর্কে জড়ানো নিয়ে নানান কথা উঠেছে। নিখিলের সঙ্গে ‘বিয়ে’র পর সিঁদুর পরা নিয়ে বা দূর্গাপুজো, রথযাত্রায় অংশগ্রহণ করা নিয়ে আক্রমণের শিকার হয়েছেন তিনি। কিন্তু পাত্তা দেননি। তবে যশের সঙ্গে সম্পর্ক এব‌ং ঈশানের মা হওয়ার পর থেকে যেন আরো সাহসী হয়ে উঠছেন নুসরত। তার প্রমাণ ছিল অভিনেত্রীর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে।

nusrat jahan 8
ছেলের বয়স এখন সবে তিন মাস। কিন্তু এখন থেকেই নিয়মিত শরীরচর্চা করে ফের আগের শেপে ফিরে আসার চেষ্টা করছেন নুসরত। বুধবার সকালে শরীরচর্চার ফাঁকেই কয়েকটি ছবি শেয়ার করলেন তিনি। নীল জিম প‍্যান্ট, কালো জ‍্যাকেট ও একই রঙের স্পোর্টস ব্রা পরে থাকতে দেখা গিয়েছে তাঁকে। জ‍্যাকেটের চেন খুলে অন্তর্বাসের সঙ্গে নির্মেদ ফিগারও শো অফ করেছেন অভিনেত্রী।

নুসরতের সুপ্রভাত জানানোর কায়দা দেখে চোখ কপালে নেটনাগরিকদের। ভালবাসা উপচে পড়ল কমেন্ট বক্সে। অভিনেত্রীর ফিগারের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই। আবার নিন্দাও জুটেছে একাংশের থেকে। কারোর প্রশ্ন, এভাবে ছবি না তুললেই কি নয়? আবার কেউ পরামর্শ দিলেন, অভিনয়ের দিকে মনোযোগ দিতে।

https://www.instagram.com/p/CWpaYHIvtZb/?utm_medium=copy_link

তা অবশ‍্য দিচ্ছেন নুসরত। হাতে একগুচ্ছ ছবি রয়েছে তাঁর। মা হওয়ার পরপরই ‘জয় কালী কলকাত্তেওয়ালি’র শুটিং সেরেছেন তিনি। এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন সোহম চক্রবর্তী। আবার যশ দাশগুপ্তের সঙ্গে নতুন ছবির ঘোষনাও করে দিয়েছেন নুসরত। প্রযোজক এনা সাহার সঙ্গেই নতুন ছবির কাজ শুরু করলেন নুসরত যশ‍।

ছবির নাম ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। তপন সিংহের ছবি ‘আতঙ্ক’ এর জনপ্রিয় সংলাপ ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’কেই নতুন ছবির নাম হিসেবে ব‍্যবহার করছেন পরিচালক শিলাদিত‍্য মৌলিক। গত বৃহস্পতিবার হয়েছে ছবির শুভ মহরৎ।

Niranjana Nag

সম্পর্কিত খবর