বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বরেই হতে চলেছে কলকাতা পুরসভার নির্বাচন। ইতিমধ্যে সিপিএম ও তৃণমূল তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রার্থী বাছাইয়ে অনেকটাই পিছিয়ে বিজেপি। তবে নির্বাচনের আগে বড়সড় ধাক্কা খেয়ে কার্যত ব্যাকফুটে চলে গেল বামেরা। এদিন সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন বিদায়ী কাউন্সিলর বিলকিস বেগম। এবারের নির্বাচনে তাঁকে প্রার্থী করা হয়নি, আর সেই ক্ষোভেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূলে যোগ দিয়ে বিলকিস বেগম জানিয়েছেন, ‘দিদির কাজ দেখে উদ্বুদ্ধ হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।”
উল্লেখ্য, শুক্রবার সবার আগে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল সিপিএম। সেখানে অনেক নতুনদের সুযোগ দেওয়া হয়। কিন্তু সবাইকে আশ্চর্য করে ৭৫ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর বিলকিস বেগমকে প্রার্থী করে নি বামেরা। আর এই কারণেই বিলকিস সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে সূত্রের খবর।
বিলকিস বেগম লড়াকু বাম নেত্রী বলেই পরিচিত। নিজের এলাকায় বিভিন্ন জনকল্যাণ মূলক কাজ ছাড়া পুরসভার অন্দরে সক্রিয়েভাবে বিরোধী দলের ভূমিকা পালন করে এসেছিলেন তিনি। ২০১৮ সালে পুর আইন সংশোধন করে ফিরহাদ হাকিমকে মেয়র করা হয়। আর এরপর তিনি এর বিরোধিতায় কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। একুশের বিধানসভা নির্বাচনেও সংযুক্ত মোর্চার হয়ে প্রচার চালিয়ে গিয়েছিলেন বিলকিস বেগম।
একসময় ফিরহাদ হাকিমকে মেয়র পদ থেকে সরাতে তৎপর হওয়া বিলকিস এখন সেই ফিরহাদ হাকিমের হাত থেকে তৃণমূলের ঝাণ্ডা তুললেন। আর ওনার এই দলবদলের ফলে বামেরা পুরভোটের আগে যে একটি বড়সড় ধাক্কা খেল, তা আর বলার অপেক্ষা রাখে না।