বাংলা হান্ট ডেস্কঃ সংসদের শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। অধিবেশন শুরু হতেই তিনটি কৃষি আইন (farm Laws) রদ করার জন্য বিলে পেশ হয়, যা পাশও হয়ে যায়। কৃষি আইনের বিরোধিতায় বিগত এক বছর ধরে দিল্লির সীমান্তে কৃষক সংগঠনগুলো আন্দোলন করে চলেছে। সপ্তাহ খানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় কৃষি আইন রদ করার ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ঘোষণার পর কৃষকদের মধ্যে খুশির হাওয়া বয়ে যায়। তবে কৃষকরা যে এখনই আন্দোলন শেষ করছে না, সেটাও জানিয়ে দেন কৃষক নেতা রাকেশ টিকাইত। পাশাপাশি কৃষি আইন রদ করার ঘোষণার পর বিরোধীরাও প্রধানমন্ত্রী এবং কেন্দ্র সরকারকে কটাক্ষ করে।
লোকসভায় বিরোধী দলের সাংসদদের হই হট্টগোলের মধ্যেই কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর সোমবার কৃষি আইন রদ করার জন্য বিল পেশ করে। যদিও, বিরোধীদের হাঙ্গামার কারণে লোকসভার অধিবেশন দুপুর দুটো পর্যন্ত স্থগিত করা হয়।
লোকসভায় কৃষি আইন বিধায়ক পেশ হওয়া নিয়ে কৃষক নেতা রাকেশ টিকাইত বলেন, কৃষকদের আন্দোলন জারি থাকবে। উনি বলেন, যেই ৭০০ কৃষকের মৃত্যু হয়েছে, তাঁদেরকেই এই বিল রদ করার শ্রেয় দিতে চাই।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার