ওয়েব সিরিজে অভিষেক করছেন মীর, স্ক্রিন শেয়ার করবেন মাধবনের সঙ্গে

বাংলাহান্ট ডেস্ক: একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন মীর (mir)। রেডিও, সঞ্চালনা, কমেডি, গান, অভিনয় সবেতেই তিনি সিদ্ধহস্ত। বড়পর্দায় স্বস্তিকা মুখোপাধ‍্যায়ের সঙ্গে জুটি বেঁধে ফেরার কথা আগেই জানিয়েছিলেন মীর। এবার আরো এক সুখবর। এই প্রথম ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন মীর। তাও আবার জনপ্রিয় OTT প্ল‍্যাটফর্ম নেটফ্লিক্সের হাত ধরে।

এখানেই চমকের শেষ নেই। নেটফ্লিক্সে আসন্ন সিরিজে মীরকে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আর মাধবনের (r madhavan) সঙ্গে। এছাড়াও সিরিজে রয়েছেন সুরভীন চাওলা। মাধবনের সঙ্গে একটি ছবি শেয়ার করে সুখবর জানিয়েছেন মীর। ছবিতে দেখা যাচ্ছে, চেয়ারে হাসিমুখে বসে রয়েছেন মাধবন। চেয়ারে ভর দিয়ে পেছনে দাঁড়িয়ে মীর।

63894532
তিনি লিখেছেন, ‘আমার জন‍্য মাসের সেরা ঘোষনাটা করার সময় এসে গিয়েছে। এর আগে কোনো প্ল‍্যাটফর্মেই কোনো ওয়েব সিরিজ করিনি। তারপর ২০২০ এল সমস্ত সমস‍্যা… আর একটি প্রতিশ্রুতি নিয়ে। আমার মন ভাল করার প্রতিশ্রুতি। শেষমেষ নেটফ্লিক্সের একটি ওয়েব সিরিজে কাজ করার সুযোগ এল, হার্দিক মেহতার পরিচালনা ও বিক্রমাদিত‍্য মোতওয়ানের প্রযোজনায়। নাম ‘ডিকাপলড’, অভিনয় করছেন আর মাধবন ও সুরভীন চাওলা। ২০২১ এর ১৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। সকলের শুভেচ্ছার জন‍্য ধন‍্যবাদ।’

কমেন্ট বক্সে মাধবন লিখেছেন, ‘তোমার সঙ্গে কাজ করে খুব ভাল লাগল ভাই।’ শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ‍্যায় ও পরিচালক সত্রাজিৎ সেনও। ম‍্যাডি ও মীরকে একসঙ্গে দেখার জন‍্য অপেক্ষা করে রয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, সিরিজ ইতিমধ‍্যেই হিট হয়ে গিয়েছে।

https://www.instagram.com/p/CW7kE6APqSs/?utm_medium=copy_link

দিন কয়েক আগেই নতুন ছবির ঘোষনা করেছিলেন মীর। ছবির নাম ‘বিজয়ার পরে’। স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করবেন স্বস্তিকা মীর। ছবির গল্প অনুযায়ী, এক দূর্গাপুজোয় আচমকাই আনন্দ ও অলকানন্দার কাছে ফিরে আসে তাদের মেয়ে মৃন্ময়ী ও তার স্বামী মিজানুর। মীর ও স্বস্তিকা ছাড়াও ছবির অপর দুই মুখ‍্য চরিত্রে রয়েছেন দীপঙ্কর দে ও মমতাশঙ্কর।

শেষবার ‘মাইকেল’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল স্বস্তিকা ও মীরকে। সেটা ২০১৭ সাল। ফের চার বছর পর জুটি বাঁধার সুযোগ পেয়ে খুশি মীর। সংবাদ মাধ‍্যমকে জানান, ‘বিজয়ার পরে’ ছবিতে অভিনয় করার এটাই সবথেকে ভাল ব‍্যাপার। পাশাপাশি মমতা শঙ্করের সঙ্গেও প্রথম বার অভিনয়ের সুযোগ পাচ্ছেন মীর। সব মিলিয়ে উচ্ছ্বসিত তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর