ফোন করলে কক্ষণো ধরেননা অমিতাভ, ভরা মঞ্চে সংসারের অশান্তি ফাঁস করে দিলেন জয়া!

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের অন‍্যতম হিট জুটি অমিতাভ বচ্চন (amitabh bachchan) ও জয়া বচ্চন (jaya bachchan)। সমস্ত বাধা বিপত্তি, বিতর্ক অতিক্রম করে কয়েক দশক ধরে একসঙ্গে রয়েছেন তাঁরা। হালের ভঙ্গুর সম্পর্কগুলির কাছে অমিতাভ জয়ার অটুট দাম্পত‍্য নিদর্শন স্বরপ। কিন্তু এই আইডিয়াল জুটির সংসারেও যে এমন মনোমালিন‍্য আছে তা কে জানত?

একটু আধটু ঠোকাঠুকি কোন সংসারে না লাগে? কিন্তু তাই বলে হাটের মধ‍্যে হাঁড়ি কেউ ভাঙে! ঠিক এই কাজটাই করলেন জয়া বচ্চন। প্রকাশ‍্যে মঞ্চে, একাধিক ক‍্যামেরার সামনে একাধিক অভিযোগ তুললেন তিনি নিজের স্বামীর বিরুদ্ধে। কোথায়? খাস অমিতাভেরই শো ‘কউন বনেগা ক্রোড়পতি’তে।

877654 amitabh bachchan kaun banega crorepati contestant love story
সম্প্রতি শুটিং হল কেবিসির ১০০০ তম পর্বের। এদিন তাঁর সঙ্গে খেলেছেন মেয়ে শ্বেতা বচ্চন নন্দা ও নাতনি নভ‍্যা নভেলি নন্দা। উপস্থিত ছিলেন জয়া বচ্চনও। তবে তিনি ভিডিও কলের মাধ‍্যমে যোগ দিয়েছিলেন শোতে। সেখানেই বর্ষীয়ান অভিনেত্রী অভিযোগ করেন, বিগ বিকে ফোন করলে নাকি কখনোই ফোন তোলেন না।

পরিস্থিতি জটিল দেখে তড়িঘড়ি সামাল দেওয়ার চেষ্টা করেন অমিতাভ। সাফাই দিয়ে তিনি বলেন, “ইন্টারনেট খারাপ হলে আমি করব ভাই?” ফাঁক পেয়ে মেয়ে শ্বেতা বচ্চনও মায়েরই পক্ষ নিয়ে ফোরণ কাটেন, “সোশ‍্যাল মিডিয়াতে ছবি শেয়ার করবেন, টুইট করবেন।” নভ‍্যাও জয়াকে সমর্থন করেই অমিতাভকে প্রশ্ন করেন, যখন তাঁরা সকলে পার্লার থেকে ফেরেন বিগ বি জয়াকে বলেন যে তাঁকে খুব সুন্দর লাগছে। সেটা সত‍্যি বলেন তো?

সঙ্গে সঙ্গে জয়ার দিকে তাকিয়ে অমিতাভ বলে ওঠেন, “জয়া কত ভাল লাগছে আপনাকে!” কিন্তু মুখ ব‍্যাজার করে অভিনেত্রী বলে ওঠেন, একেবারে মিথ‍্যে কথা বলছেন অমিতাভ। তাঁর কথা শুনে হাসির রোল ওঠে মঞ্চে। হেসে ফেলেন জয়া নিজেও।

https://www.instagram.com/p/CW5WCCDrRdz/?utm_medium=copy_link

সেই ২০০০ সালে শুরু হয়েছিল কেবিসির পথচলা। মাঝে কেটে গিয়েছে ২১ বছর! বদলেছে দেশ, বদল হয়েছে গোটা বিশ্বের। কিন্তু কেবিসি নিয়ে দর্শকদের উন্মাদনার কোনো পরিবর্তন হয়নি। হটসিটে বসে শ্বেতা তাঁর বাবাকে জিজ্ঞাসা করেন, কেবিসির ১০০০ তম পর্বে পৌঁছে কেমন লাগছে? উত্তরে অমিতাভ বলেন, মনে হচ্ছে যেন পুরো দুনিয়াটাই বদলে গিয়েছে।

চ‍্যানেলের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে শোয়ের প্রথম কোটিপতি, যিনি প্রথম ৭ কোটি টাকা জিতেছিলেন, প্রথম মহিলা ও শিশু প্রতিযোগী যারা কোটি টাকা জিতেছিলেন সকলের ঝলক উঠে এসেছে। ভিডিওর শেষে অমিতাভকে আবেগঘন হয়ে উঠতে দেখা যায়।

Niranjana Nag

সম্পর্কিত খবর