বাংলাহান্ট ডেস্ক: বিরাট ইন্ডাস্ট্রি বলিউড (bollywood)। বছরে শয়ে শয়ে ছবি তৈরি হয় এখানে। প্রতিদিন কতই না মানুষ তারকা হওয়ার স্বপ্ন নিয়ে পা রাখে মুম্বই নগরীতে। তাদের মধ্যে কিছু কিছু মুখ দাগ কেটে যায় স্মৃতিতে। তেমনি একজন হলেন রম্ভা (rambha), সলমন খানের একাধিক ছবির নায়িকা। একসঙ্গে বন্ধন, জুড়ওয়ার মতো ছবিতে অভিনয় করেছিলেন তাঁরা। কিন্তু তারপরেই যেন তিনি অদৃশ্য হয়ে যান বলিউড থেকে।
কিন্তু চিন্তার কোনো কারণ নেই। রম্ভা থুড়ি বিজয় লক্ষ্মী এখন দিব্যি আছেন। হ্যাঁ, এটাই তাঁর আসল নাম। তবে অভিনয় জগতে পা রাখার পর নাম বদলে রম্ভা রেখেছিলেন তিনি। বলিউডে সলমনের পাশাপাশি গোবিন্দার সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। তারপর হিন্দি ছবিতে আর দেখা না গেলেও অন্য ভাষায় অনেক ছবিই করেছেন রম্ভা। এমনকি তার মধ্যে বাংলা ছবিও রয়েছে। আপাতত লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে বিদেশে সংসার পেতেছেন তিনি।
বলিউড তাঁকে জনপ্রিয়তা এনে দিলেও অভিনয় কেরিয়ারের শুরুটা কিন্তু দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকেই করেছিলেন রম্ভা। তাঁর ডেবিউ ছবি মালয়ালম ভাষায়, নাম ‘সরগম’। তারপর তেলুগু ইন্ডাস্ট্রিতেও অভিষেক করেছিলেন রম্ভা। তারপর বলিউডে পাড়ি দিয়েছিলেন তিনি। জুড়ওয়া ছবিতে ‘রূপা’ চরিত্রে অভিনয় করেছেইলেন তিনি। বলিউড থেকে তিনি সরে গেলেও দর্শক এখনো তাঁকে মনে রেখে দিয়েছে।
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পরে ফের তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফেরেন। মালয়ালম, তেলুগু ছাড়াও তামিল, কন্নড়, ভোজপুরি, বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। ২০১০ পর্যন্ত দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলেন রম্ভা। তারপর এক ব্যবসায়ীকে বিয়ে করে কানাডা পাড়ি দেন তিনি। আপাতত টরন্টোতে সংসার পেতেছেন রম্ভা। দুই মেয়ে ও এক ছেলেও রয়েছে তাঁর। বিনোদন জগৎ থেকে দূরে চলে গেলেও সোশ্যাল মিডিয়ায় ভালোই সক্রিয় থাকেন রম্ভা ওরফে বিজয় লক্ষ্মী।