বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) আর নিউজিল্যান্ডের (New Zealand) মধ্যে দ্বিতীয় টেস্ট মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হচ্ছে। আর এই দ্বিতীয় টেস্টের দুটি ইনিংসে অনবদ্য খেলে সবার নজর কেড়েছেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমন গিল (Shubman Gill)। যদিও, শুভমন দুটি ইনিংসেই অর্ধশতরান থেকে ফসকে গিয়েছেন, কিন্তু ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) তিনি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছেন।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শুভমন গিল ৪৪ রান করে আজাজ প্যাটেলের বলে আউট হয়ে যান। দ্বিতীয় ইনিংসে শুভমন ৪৭ রান করে রচিত রবীন্দ্রর বলে আউট হন। দুই ইনিংসেই তিনি অর্ধ শতরান থেকে একটুর জন্য ফসকে গিয়েছেন। যদিও, এই নিয়ে দর্শকদের মধ্যে কোনও আক্ষেপ নেই।
দ্বিতীয় টেস্টে শুভমন গিল যখন নিউজিল্যান্ডের বোলার টিম সাউদির (Tim Southee) বলে প্রহার করে সেটিকে মাঠের বাইরে বের করে দেন, তখন ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেট প্রেমীরা ‘সচিন সচিন” বলে চিৎকার শুরু করে দেয়।
বলে রাখা ভালো, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম ভারত তথা বিশ্বের মহান ব্যাটসম্যান সচিন তেন্দুলকরের (Sachin Tendulkar) হোম গ্রাউন্ড। এখানে ক্রিকেটের ভগবানের অগণিত ভক্ত রয়েছে। কিন্তু আজ তাঁর নাম নেওয়ার কারণটা আলাদা।
https://twitter.com/addicric/status/1467373737745862658?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1467373737745862658%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fhindi%2Fsports%2Fcricket%2Fwankhede-stadium-crowd-shouts-sachin-sachin-after-shubman-gill-hits-four-mumbai-test-sara-tendulkar%2F1041230
বলে দিই, শুভমন গিলের নাম বহুবারই সচিন কন্যা সারা তেন্দুলকরের সঙ্গে জুড়েছে। সোশ্যাল মিডিয়া বলুন, আর খবর, চারিদিকে তাঁদের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন রয়েছে। আর এই কারণেই হয়ত আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুভমন চার মারতেই সবাই সচিনের নামের স্লোগান দিতে থাকেন।