বাংলাহান্ট ডেস্ক: ওপার বাংলা নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (srijit mukherjee) আগ্রহ বরাবরই বেশি। বিয়েও করেছেন বাংলাদেশি কন্যেকে। কলকাতায় এসে দিব্যি সংসার করছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। আবার সময় পেলেই টুক করে স্ত্রীর সঙ্গে বাংলাদেশও ঘুরে আসছেন সৃজিত। আর সেখানে গিয়েই এক নতুন ছবির আইডিয়া পেলেন তিনি।
বুধবার বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামে বসে বাংলাদেশ ও পাকিস্তানের টেস্ট ম্যাচ দেখছিলেন সৃজিত। বরাবরের মতোই সঙ্গে গিয়েছিলেন মিথিলাও। বাংলাদেশি অল রাউন্ডার শাকিব আল হাসানের (shakib al hasan) খেলা দেখে চমকিত সৃজিত। তাঁকে নিয়েই একটি ছবি বানানোর কথা নাকি চিন্তা ভাবনা করছেন পরিচালক।
বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্টেডিয়ামেই নাকি সে দেশের সাংবাদিকদের কাছে শাকিবকে নিয়ে ছবি বানানোর ইচ্ছা প্রকাশ করেন সৃজিত। তাঁর মতে, শাকিব একজন আন্তর্জাতিক মানের অল রাউন্ডার। এটা আশ্চর্যের বিষয় যে এখনো পর্যন্ত তাঁকে নিয়ে কোনো ছবি বানানো হয়নি। তবে তাঁর ইচ্ছা আছে এই বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে একটা ছবি বানানোর।
উল্লেখ্য, বলিউডেও একটি ক্রিকেট নিয়ে ছবি বানাচ্ছেন সৃজিত। মিতালী রাজের বায়োপিক ‘সাবাশ মিথু’তে অভিনয় করছেন তাপসী পন্নু। ইতিমধ্যেই এই ছবির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। গত মার্চেই বাইশ গজে প্রশিক্ষণ নেওয়ার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাপসী।
এই ছবিটি প্রথমে পরিচালনার কথা ছিল ‘রইস’ পরিচালক রাহুল ঢোলাকিয়ার। কিন্তু গত জুনে একটি বিবৃতি জারি করে এই ছবি থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষনা করেন তিনি। তিনি লেখেন, এই প্রোজেক্টটি তাঁর ‘স্বপ্নের ছবি’ ছিল। কিন্তু করোনা সবার শিডিউলই উলট পালট করে দিয়েছে। ব্যতিক্রম নন পরিচালক নিজেও।
শুধুমাত্র শিডিউলের সমস্যার জন্য এই ছবি থেকে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তিনি। তবে ছবির সঙ্গে যুক্ত সকলকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ছবির আগাম সাফল্যও কামনা করেছেন রাহুল ঢোলাকিয়া।
কিন্তু এখন তাঁর জায়গায় এসেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই বিষয়ে জাতীয় সংবাদ মাধ্যমকে সৃজিত বলেন, তিনি ক্রিকেট ভক্ত। মিতালী রাজ বরাবরই তাঁকে মুগ্ধ করেছেন। সেখানে বলিউডে তাঁর বায়োপিক তৈরি হওয়ার খবর শুনেই উচ্ছ্বসিত হয়েছিলেন তিনি। আর এখন তিনি নিজেই এই ছবির অংশ।