কর্মীরাও প্রস্তুত রয়েছেন, ভোট লুঠ হলে প্রতিক্রিয়া হবে রাজ্যজুড়ে, হুঙ্কার শুভেন্দুর

বাংলাহান্ট ডেস্কঃ দুয়ারে এসে কড়া নাড়ছে কলকাতা পুরনির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রচারের মাঠে হাড্ডা লড়াই চালিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো। কিন্তু কেন্দ্রীয় বাহিনীতে ‘না’ জানিয়ে দিল হাইকোর্ট (calcutta high court)। আর আদালতের এই রায়ের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ করে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানায়, ‘যে চারজন বিজেপি প্রার্থী অভিযোগ জানিয়েছেন, তাঁদের হুমকি দেওয়া হচ্ছে প্রার্থীপদ প্রত্যাহারের জন্য। তাঁদের করা অভিযোগের ভিত্তিতে পুলিশের নেওয়া পদক্ষেপ প্রয়োজনীয় বলেই মনে করা হচ্ছে। একজন করে সশস্ত্র পুলিশ মোতায়েনও করা হয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং নির্বাচন কমিশনের বক্তব্যের উপর নির্ভর করে অনুমান করা হয়েছে, এই মুহূর্তে রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হবে না’।

Bengal Security of father and brother of Suvendu Adhikari increased

হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশনকে দায়িত্বটা দিয়ে দিয়েছে হাইকোর্ট। সেনা, আধা সামরিক বাহিনী, সিভিক ভলান্টিয়ার যাই নামাক না কেন, অবাধ নির্বাচন করানোর দায়িত্ব এখন ওদের। তবে এটা হবে বলে আমার মনে হচ্ছে না। কর্মীরাও প্রস্তুত রয়েছেন, ভোট লুঠ থেকে শুরু করে কেউ আক্রান্ত, কোন কিছু হলেই প্রতিক্রিয়া হবে।

কলকাতা পুরসভা ভোটে এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জানিয়েছিল বিজেপি। কিন্তু বিজেপির করা সেই মামলা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়। বর্তমান সময়ে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তা খারিজও করে দেয়। আবার আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে বিজেপি শিবির। শুক্রবার সেই মামলার শুনানি রয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর