প্রেমের টানে রানাঘাটে ছুটে এলেন বাংলাদেশি ইউটিউবার, রানুকে দিলেন ‘স্ত্রী’র স্বীকৃতি! ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মুম্বইয়ের রাজপাট অনেকদিন আগেই চুকেবুকে গিয়েছে। রানাঘাটের এক চিলতে বাড়িতে ফের ঠাঁই হয়েছে রানু মণ্ডলের (ranu mondal)। রানাঘাটের স্টেশন থেকে উঠে মুম্বই গিয়েছিলেন তিনি একটি ভাইরাল ভিডিওর দৌলতে। হিমেশ রেশমিয়ার সুরে গানও গেয়েছেন। তুঙ্গে উঠেছিল জনপ্রিয়তা।

কিন্তু তারপরেই শুরু হয় ট্রোল, সমালোচনা। রানুকে ‘অহংকারী’ বলে কটাক্ষ করে সোশ‍্যাল মিডিয়াই ফের মুখ ঘুরিয়ে নেয় তাঁর দিক থেকে। এখন আবারো পুরনো জায়গায় ফিরেছেন রানু। তবুও তাঁকে নিয়ে আগ্রহ একেবারে মরে যায়নি নেটনাগরিকদের। বলিউডে রানুর বায়োপিক তৈরি হচ্ছে। বাংলাদেশে গান গাওয়ারও সুযোগ পেয়েছেন তিনি। মাঝেমধ‍্যেই ইউটিউবাররা এসে হাজির হয় রানুর বাড়িতে। তাঁর প্রতিটি ভিডিওই এখনো ভাইরাল।


সম্প্রতি বাংলাদেশ থেকে রানুর সঙ্গে দেখা করতে এসেছিলেন সেদেশের এক জনপ্রিয় ইউটিউবার। রানুর বাড়িতে ঢুকেই আপনজনের মতো ব‍্যবহার শুরু করেন তিনি। হাঁটু মুড়ে বসে রানুকে তিনি বলেন, সেই ২০১৯ সাল থেকে রানুর সঙ্গে দেখা করার চেষ্টা করছেন তিনি। একদিনও দেখা করতে পারেননি। রানু নাকি তাঁকে পাত্তাই দিতেন না।

এরপরেই রানুকে বুকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেন, তিনি কেমন আছেন। রানুকে বিয়ে করবেন বলেও জানান ওই ইউটিউবার। রানুর ঘর থেকেই দুটো চেয়ার বাইরে নিয়ে এসে আড্ডায় বসেন তাঁরা। ইউটিউবারের অনুরোধে ‘কাঁচা বাদাম’ গেয়ে শোনান রানু।

এমনকি তাঁকে রেস্তোরাঁয় খেতেও যাওয়ার প্রস্তাব দেন ইউটিউবার। কিন্তু রানুর বক্তব‍্য, এখন তিনি সাজতে বসলে রাত বারোটা বেজে যাবে। তাই বাড়িতে খাবার এনে খাওয়াই ভাল। রানুকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণও করেছেন ওই ইউটিউবার। সোশ‍্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করা মাত্রই ভাইরাল।

এর আগে ইউটিউবার তোতন ঘোষের সঙ্গে আলাপচারিতায় যেমন রানু জানিয়েছিলেন, হিমেশ তাঁকে বাড়ি গাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গায়িকার দাবি, এখনো নাকি হিমেশ তাঁকে মুম্বই আসতে বলেন। তিনি বলেছিলেন, রানুর জন‍্য মুম্বইয়ে একটি ফ্ল‍্যাট কিনে রাখবেন। কারণ গানের রেকর্ডিং করার জন‍্য বারবার মুম্বই রানাঘাট যাতায়াত করতে হয় তাঁকে। তাই ওখানে থেকেই কাজ করবেন রানু। ফ্ল‍্যাটের সঙ্গে একটি গাড়িও দেবেন বলেছিলেন হিমেশ।

X