বাংলা হান্ট ডেস্কঃ শক্তিশালী বাইকের মধ্যে রয়্যাল এনফিল্ড (Royal Enfield)-র নাম বেশ প্রথম দিকেই রয়েছে। মানুষের পছন্দের তালিকায় এই বাইক থাকবে না, সেটা যেন হতেই পারেন না। তবে অনেকেরই ধারণা ছিল, এই বাইক শক্তিশালী হলেও, মাইলেজের দিক থেকে হয়ত কিছুটা পিছিয়ে রয়েছে। তবে বর্তমানে এই কোম্পানি তাঁদের বাইকের মাইলজে বেশ খানিকটা উন্নত করেছে।
Royal Enfield ডিজেল বাইক-
আশির দশকে, Royal Enfield তাদের ডিজেল বাইক Taurus ভারতের বাজারে লঞ্চ করেছিল। সেই সময় এই বাইক দুর্দান্ত মাইলেজের জন্য বিখ্যাত ছিল। ১৯৮০ থেকে ২০০০ সাল পরযন্ত এই বাইকের প্রোডাকশন করলেও, তারপর তা বন্ধ করে দেওয়া হয়।
ভারতের অটোমোবাইল ইতিহাসে এটিই প্রথম ডিজেল মোটরসাইকেল এবং বহুল বিক্রিত বাইক। বর্তমানে বাজারে অনেক কোম্পানি বেশি ডিজেল বাইক তৈরি করলেও, এই বাইকের মত তৈরি করতে পারেনি।
Royal Enfield-র Taurus মাইলেজের দিক থেকে বর্তমান দিনের Hero Splendor-র থেকেও বেশি শক্তিশালী ছিল। 85 kmpl পর্যন্ত মাইলেজ দিত এই বাইক। 325cc ক্ষমতার একটি সিঙ্গেল সিলিন্ডার ডিজেল ইঞ্জিন ব্যবহার হয়েছিল এই বাইকে, যা 6.5bhp শক্তি এবং 15Nm টর্ক শক্তি উৎপন্ন করত। 4-স্পীড গিয়ারবক্সের সাথে আসা এই ইঞ্জিনটি ইতালীয় কোম্পানি গ্রেভস লোম্বারডিনি দ্বারা তৈরি করা হয়েছিল। জানা গিয়েছে, এটিই নাকি Royal Enfield-র সবচেয়ে ছোট ইঞ্জিন।
সেই সময় ডিজেলের দাম বেশ কম থাকায় এই বাইকের চাহিদা ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে ভারত সরকার নির্গমন মান নিয়মে পরিবর্তন করতে শুরু করে। আর এই বাইক সেই নির্দেশিকা পূরণ করতে না পারায়, কোম্পানি একসময় এই বাইকের উৎপাদন বন্ধ করে দেয়।