বাংলাহান্ট ডেস্কঃ ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আর নির্দিষ্ট কোনও রাজনৈতিক পার্টিকে সমর্থন করবে না’- বর্তমান সময়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের (All India Motua Mahasangha) সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েনের (sukhendra gain) এমন ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এখানেই শেষ নয়, তিনি আরও একটি পোস্ট করেন এবং যেখানে লেখা ছিল, ‘মতুয়াদের বঞ্চিত করা হচ্ছে। তৈরি থাকুন আগামী দিনের জন্য, মতুয়ারা ও বঞ্চিত করার ক্ষমতা রাখে’। এই বিষয় নিয়ে উত্তাল বঙ্গরাজনীতি। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি বিজেপির সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে চলেছে মতুয়ারা?
বিষয়টা হল, সদ্য গঠিত বিজেপির রাজ্য কমিটিতে মতুয়া-প্রতিনিধিদের সেভাবে জায়গা দেওয়া হয়নি, বলেই নাকি দলের প্রতি ক্ষোভ বেড়েছে কিছু বিধায়কের। যার কারণেই তাঁরা দলের হোয়াটস অ্যাপ ছেড়ে দিয়েছেন। ধারণা করা হচ্ছে, এই ৫ বিধায়করা হলেন অশোক কীর্তনিয়া, মুকুটমণি অধিকারী, সুব্রত ঠাকুর, অসীম সরকার এবং অম্বিকা রায়। তবে এই বিধায়করা বড় কোন সিদ্ধান্ত নিতে পারেন বলেও শোনা যাচ্ছে।
জানা গিয়েছে, বিজেপির প্রকাশিত রাজ্য কমিটি নিয়ে খুশি নন সাংসদ-প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও। তিনি বর্তমানে দিল্লীতে রয়েছেন এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করতেও চেয়েছেন তিনি।
এসবের মধ্যেই মতুয়ার সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েনের এমন পোস্ট ঘিরে জল্পনার পারদ চড়তে শুরু করেছে রাজনৈতিক মহলে। এবিষয়ে তিনি সাংবাদিকদের জানান, ‘আমার ব্যক্তিগত মতামত থেকেই এই এই পোস্টটি করা। মোট ১১ দফা দাবি নিয়ে বিজেপিকে সমর্থন করার পরও একটিও পূরণ হয়নি। সাংগঠনিক ক্ষেত্র থেকে শুরু করে সব ক্ষেত্রেই যোগ্য নেতৃত্বকে সম্মান দেওয়া হয়নি’।