মারণ ভাইরাসে আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, নিজেই জানালেন সে কথা

বাংলা হান্ট ডেস্কঃ ওমিক্রন ভ্যারিয়েন্ট আরও বিপজ্জনক হওয়া শুরু করে দিয়েছে। ভারতে দ্রুত গতিতে করোনার নতুন রূপের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। সোমবার এখনও পর্যন্ত দেশে সর্বাধিক ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। এক দিনে ১৩৫টি নতুন মামলা সামনে এসেছে। মোট মামলা ৬৭০-এ পৌঁছেছে। আর এরই মধ্যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন করোনায় আক্রান্ত হয়েছেন। উনি নিজে ট্যুইট করে এই কথা জানিয়েছেন। করোনায় আক্রান্ত হওয়ার পর উনি নিজেকে আইসোলেশনে রেখেছেন।

অন্যদিকে, এবার করোনা আক্রান্ত স্বয়ং বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে। আলিপুর সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে মহারাজ।

জানা গিয়েছে, রবিবার হালকা জ্বর এসেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তারপরই করোনার জন্য নমুনা পাঠানো হয়। আর তাতেই সোমবার সন্ধ্যায় তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে। আরও জানা গিয়েছে, তাঁর শরীরের নমুনা ওমিক্রন টেস্টের জন্যও পাঠানো হয়েছে।

dolon

প্রসঙ্গত, পূর্বে তাঁর পরিবারের সদস্য করোনা আক্রান্ত হওয়ার কারণে, বেশকিছুদিন কোয়ারেন্টিনে ছিলেন মহারাজের পরিবার। আর এবার নিজেই করোনা আক্রান্ত হলেন দাদা। জানা গিয়েছে যে, বর্তমান সময়ে, মেয়ে সানার পড়াশুনার জন্য স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় এবং মেয়ে সানা রয়েছেন সুদূর লণ্ডনে।


Koushik Dutta

সম্পর্কিত খবর