মাত্র একবছরেই ১ লক্ষ টাকা থেকে ২৪ লক্ষ টাকা! সবাইকে চমকে দিচ্ছে টাটা গ্রূপের এই শেয়ার

বাংলা হান্ট ডেস্ক: টাটা গ্রুপের টিটিএমএলের শেয়ার একপ্রকার রেকর্ড তৈরি করল শেয়ার বাজারের দুনিয়ায়! একটানা পাঁচ দিন ধরে এই শেয়ারের স্টক আপার সার্কিটে রয়েছে। শুধু তাই নয়, মাত্র একবছরের মধ্যেই স্টকের দাম ৭.৯০ টাকা বেড়ে হয়েছে ১৯৬.৯৬ টাকায়! অর্থাৎ কোনো বিনিয়োগকারী যদি এক বছর আগে এখানে এক লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে বর্তমানে সেটি ২৪ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে।

টাটা টেলিসার্ভিসেস (মহারাষ্ট্র) লিমিটেডের শেয়ার গত শুক্রবার, সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবারও আপার সার্কিটে রয়েছে। এমনকি এই শেয়ারের স্টকও ৯.৩৫ টাকা বেড়ে ১৯৬.৫৫ টাকা হয়েছে। গত ৫ দিনের পরিসংখ্যান অনুযায়ী, এটি প্রায় ২১.৪৮ শতাংশ হারে রিটার্ন দিয়েছে। পাশাপাশি, গত ৬ মাসের পরিসংখ্যান বিচার করলে এখানে বিনিয়োগ করা ১ লক্ষ টাকা বর্তমানে বেড়ে হয়েছে প্রায় ৩ লক্ষ ৪০ হাজার টাকারও বেশি।

প্রসঙ্গত উল্লেখ্য, যখন থেকে টাটা বলেছে যে এটি তাদের টেলিকম সংস্থাকে পুনরুজ্জীবিত করবে, তখন থেকেই টিটিএমএলের শেয়ার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। সাধারণত এই সংস্থাটি ছোট এবং মাঝারি ব্যবসার জন্য কাজ করে। ইতিমধ্যেই টাটা সন্স, টাটা টেলিসার্ভিসেস-এ ২৮ হাজার ৬০০ কোটি টাকার বিনিয়োগ বাতিল করেছে এবং তাদের গ্রাহকদের ভারতী এয়ারটেলের কাছে স্থানান্তরিত করেছে। তবে, এন্টারপ্রাইজ সেগমেন্টটিকে টাটা কমিউনিকেশনের সাথে মেশানো হয়নি।

IMG 20211231 144346

তবে, এর আগে প্রফিট বুকিংয়ের কারণে টানা ৫ দিন লোয়ার সার্কিট অব্যাহত থাকার কারণে একটা সময়ে টিটিএমএলের স্টক বিএসই’তে প্রায় ৩২.৯০ শতাংশ হ্রাস পেয়ে ১৫৪.১০ টাকায় নেমে এসেছিল। তবে, একবছরের মধ্যে গত ২০ ডিসেম্বর এটি সর্বকালের সর্বোচ্চ অর্থাৎ ১৮৯.১০ টাকায় পৌঁছেছিল।

সতর্কীকরণ: এটি বিনিয়োগের কোনো পরামর্শ নয়। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকির বিষয় এবং বিনিয়োগ করার আগে অনুগ্রহ করে আপনার উপদেষ্টার সাথে পরামর্শ করুন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর