‘মিঠাই’ পরিবারের বর্ষবরণ, আড্ডা-খানাপিনায় জমাটি হুল্লোড়! রইল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরের প্রথম দিন আজ। উৎসবের মেজাজে তারকা থেকে আমজনতা। সিরিয়ালের শুটিং থেকে দিন কয়েকের বিরতি নিয়ে অনেকেই বছরের শেষ ও শুরুর ছুটিটা উপভোগ করছেন। ২০২১ কে বিদায় জানাতে বিশেষ আয়োজন করা হয়েছিল জি বাংলার তরফে। ‘এই পথ যদি না শেষ হয়’তে সরকার বাড়িতে জড়ো হয়েছিল মিঠাই (mithai) থেকে অপরাজিতা অপু, যমুনা ঢাকির পরিবার।

এবার অনুরাগীদের জন‍্য বিশেষ নিউ ইয়ার ভিডিও শেয়ার করলেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুণ্ডু (soumitrisha kundu)। গোটা মিঠাই পরিবার একসঙ্গে স্বাগত জানিয়েছে নতুন বছরকে। সৌমিতৃষা ও আদৃত ছাড়াও উপস্থিত ছিলেন পর্দার তোর্সা, সোম, রাজীব, নন্দা, শ্রীতমা, রুদ্র, বসুন্ধরা এমনকি ঠাম্মিও। নিজের ইউটিউব চ‍্যানেলে ক‍্যামেরার নেপথ‍্যে বর্ষবরণের ভিডিও শেয়ার করেছেন সৌমিতৃষা।


এছাড়াও সিড ওরফে আদৃতের ফ‍্যানপেজ থেকেও কয়েকটি ছবি, ভিডিও ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গিটার হাতে গান গাইছেন আদৃত। সিরিয়ালে ব‍্যবহৃত সিডের গলায় গাওয়া ‘আই লভ ইউ বহনা’ গানটি আবারো গাইছেন তিনি। সঙ্গে খানাপিনারও ঢালাও বন্দোবস্ত ছিল।

https://www.instagram.com/p/CYLAlk5BQ0Q/?utm_medium=copy_link

https://www.instagram.com/adritroyfc/p/CYLHCnNJZF4/?utm_medium=copy_link

সিরিয়ালে আপাতত ক্রিসমাস পার্টি দেখানো হয়েছে। দাদাই স‍্যান্টাক্লজ সেজে সিদ্ধার্থকে উপহার হিসাবে দিয়েছেন নাতবৌ মিঠাইকে। দাদাইয়ের মুখ চেয়ে ও মিঠাইকে ‘হেপ্পি’ করার জন‍্য সব অত‍্যাচার মুখ বুজে মেনেও নিয়েছে সিদ্ধার্থ। শুধু তাই নয়, ‘বৌদিমণি’ তোর্সার মুখে ঝামা ঘষে মিঠাইকে নিয়ে পার্টিতেও গিয়েছে সিড।

নিজের বিজনেস স্কুলের বন্ধুবান্ধবদের সামনে স্ত্রী হিসাবে মিঠাইয়ের পরিচয় দিয়েছে সে। নিজে পছন্দ করে প‍্যান্ট, শার্ট, স‍্যুট কিনে দিয়েছে মিঠাইকে। এমনকি ক্রিসমাসের আলোয় সাজানো রাস্তায় মিঠাইয়ের হাত ধরেও হেঁটেছে সিদ্ধার্থ। বচর শেষে এমন মিষ্টি উপহার পেয়ে আনন্দে আত্মহারা ‘সিধাই’ ভক্তরা।

সম্পর্কিত খবর

X