বন্ধ হল ‘জনমুখী’ দুয়ারে সরকার প্রকল্প, বাতিল স্টুডেন্ট ক্রেডিট কার্ডে বিলির কর্মসূচিও

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে ব্যাপক সাড়া ফেলেছিল তৃণমূল সরকারের ‘দুয়ারে সরকারের ক্যাম্প’ (duyare sarkar)। সেই কারণে বাংলার ক্ষমতায় তৃতীয় বার আসার পর আবার কথা মতন চালু করা হয় ‘দুয়ারে সরকারের ক্যাম্প’। সেখানেই লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে, খাদ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনসহ নানারকম প্রকল্পের বিষয়ে ফর্ম বিলি করা হয়েছিল।

সেই রকমই আবার রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল, আগামীকাল অর্থাৎ ২ রা জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় করা হবে ‘দুয়ারে সরকারের ক্যাম্প’। সেই মত প্রস্তুতিও শুরু হয়েছিল বিভিন্ন ভাবে। কিন্তু এরই মধ্যে শনিবার বিকেলে জানা গিয়েছে, বাড়তে থাকা করোনা আবহের মধ্যে এবারের মত বন্ধ থাকছে ‘দুয়ারে সরকারের ক্যাম্প’।

duyare sarkar 5523

শুধুমাত্র জানা গিয়েছে, করোনার কারণে এই দফার কর্মসূচি বন্ধ রাখা হচ্ছে। কিন্তু পরবর্তীতে কবে, কোথায়, কখন এই কর্মসূচী করা হবে, সেবিষয়ে অবশ্য কিছুই জানা যায়নি নবান্ন থেকে।

শুধু তাই নয়, ওমিক্রন আতঙ্কের কথা মাথায় রেখে আগামী সোমবার অর্থাৎ ৩ রা জানুয়ারি নেতাজি ইনডোরে স্টুডেন্টস ক্রেডিট কার্ড বিলির কর্মসূচীও বাতিল করা হয়েছে। যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বাড়তে থাকা করোনা আতঙ্কের মাঝে, সে অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।

রাজ্যের এই পরিস্থিতিতে নতুন বছর শুরু হতে না হতেই আশঙ্কার কালো মেঘ বিরাজ করছে বাংলার (west bengal) উপর। ফের কি হতে পারে লকডাউন? বন্ধ হবে কি লোকাল ট্রেন? এখন এই প্রশ্নই ঘুরপাক করছে সকলের মুখে মুখে। কারণ এই বর্ষবরণের পূর্বে কয়েকদিন যে হারে করোনা সংক্রমণ ছড়িয়েছে, তাতে করে আবার লকডাউনের আশঙ্কা করছে বঙ্গবাসী। জানা গিয়েছে, এই বিষয়ে সোমবার নবান্নে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ad

Smita Hari

সম্পর্কিত খবর