বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের দেশে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। সমস্ত সরকারি কাজের পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। তবে, এবার আধার কার্ডের মাধ্যমেই সম্পূর্ণ বিনামূল্যে থাকছে বিরাট রোজগারের সুযোগ! এই কার্ডের বিষয়ে সমস্তকিছু জানার পাশাপাশি যদি আধার কার্ডের কাজ কেউ ভালোভাবে জেনে থাকেন তাহলে তিনি আধার ফ্রাঞ্চাইজি নিয়ে মাসের শেষে করতে পারেন ভালো রোজগার!
আধার ফ্রাঞ্চাইজি খোলার কাজ খুব একটা জটিল ব্যাপার নয়। সামান্য কিছু পদক্ষেপ একে একে অনুসরণ করলেই খুব সহজে এই কাজ শুরু করা যেতে পারে। তবে, আধার ফ্রাঞ্চাইজি নেওয়ার আগে অবশ্যই আধার কার্ডের বিষয়ে সমস্তরকম অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। পরবর্তীকালে যা আপনাকে এই কাজ করতে সক্রিয়ভাবে সাহায্য করবে।
আধার ফ্রাঞ্চাইজি বা আধার সেন্টার খোলার জন্য UIDAI (Unique Identification Authority of India)-এর পক্ষ থেকে একটি পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষাতে সফল হতে পারলেই আপনার আধার সেন্টার খোলার পথে আর কোনো বাধা থাকবেনা। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই ফ্রাঞ্চাইজির জন্য লাইসেন্স পেয়ে যাবেন আপনি। এর মাধ্যমেই এনরোলমেন্ট এবং বায়োমেট্রিকের কাজ করা যাবে।
লাইসেন্সের পরে আপনাকে কমন সার্ভিস সেন্টারের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আর এই রেজিস্ট্রেশনের মাধ্যমেই আপনি আধার ফ্রাঞ্চাইজির খোলার উপযুক্ত হয়ে উঠবেন। একনজরে দেখে নিন কমন সার্ভিস সেন্টারের রেজিস্ট্রেশন ঠিক কি ভাবে করবেন:
১. প্রথমে NSEIT (National Stock Exchange for Information and Technology)-এর ওয়েবসাইটে গিয়ে “Create New User”- ক্লিক করতে হবে।
২. তারপরেই একটি XML ফাইল খুলে গিয়ে “Share Code” করার জন্য নির্দেশ দেবে।
৩. XML ফাইল এবং শেয়ার কোডের জন্য আপনি আধারের ওয়েবসাইট থেকে নিজের অনলাইন e-Aadhar ডাউনলোড করে নেবেন।
৪. ওখান থেকে ডাউনলোড করার ফলে XML ফাইল এবং শেয়ার কোড দু’টোই একসাথে ডাউনলোড হবে এবং এইগুলি ব্যবহার করে একটি ফর্মে নিজের ব্যক্তিগত তথ্যাদি দিতে হবে।
৫. এই ফর্ম সাবমিট করার পর আপনার ফোন নম্বরে ও ইমেইল আইডিতে ইউজার আইডি ও পাসওয়ার্ড আসবে। সেখান থেকেই আধার টেস্টিং সার্টিফিকেশন পোর্টালে গিয়ে লগইন করতে পারবেন।
৬. তারপরে একটি ফর্ম ফিল-আপ করে নিজের ছবি এবং সই আপলোড করতে হবে। আপলোড করার পরেই আপনি একটি প্রিভিউ অপশন দেখতে পাবেন। সেখানে নিজের সমস্ত নথি পুনরায় ঠিক না ভুল তা দেখতে পাবেন, পাশাপাশি সংশোধনও করতে পারবেন। সমস্ত পদ্ধতি সঠিকভাবে করার পর আপনি আধার ফ্রাঞ্চাইজির জন্য উপযুক্ত হয়ে যাবেন। পাশাপাশি, এই কাজের ২৪-৩৬ ঘণ্টার মধ্যে আধারের ওয়েবসাইট থেকে পরীক্ষার জন্য সেন্টার বুক করতে হবে।