বাংলাহান্ট ডেস্কঃ উদ্বেগ বাড়াচ্ছে করোনার ঊর্ধ্বমুখী গ্রাফ। সেই মর্মে বৃহস্পতিবার ফের একবার সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। সকলকে সাবধানে থাকতে বলে, সতর্ক থাকার এবং নিরাপদে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
শুধু তাই নয়, সামনের ১৫ দিন খুবই গুরুত্বপূর্ণ বলেও সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে বলেন, সংক্রমণ বৃদ্ধি পেলে, করোনা বিধিনিষেধ আরও বাড়ানো যেতে পারে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘৪৫,৪১৭ জন পজিটিভ হয়েছে গত কয়েকদিনে। এর মধ্যে ২৯২০ জন ভর্তি রয়েছেন হাসপাতালে এবং ৩০ হাজার ৮৮১ জন হোম আইসোলেশনে আছেন। এই প্রজাতি খুব মারাত্মক না হলেও, ছড়াচ্ছে খুব দ্রুতগতিতে। ৪০৭ টি কনটেমেন্ট জোন রয়েছে রাজ্যে। কোভিড হাসপাতাল রয়েছে ১৯৪ টি’।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এই প্রজাতি দ্রুত ছড়ালেও, তা বেশি মারাত্মক নয়। সাত দিনে লাফিয়ে লাফিয়ে বাড়লেও, ভয় পাবেন না। ইতিমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিয়েছেন ৯৬.৮৫ শতাংশ মানুষ। তবে পজিটিভিটি রেট রয়েছে ২৩.১৭ শতাংশ’।
প্রসঙ্গত, রাজ্যের পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় প্রকাশিত এক বুলেটিন অনুযায়ী, কলকাতার পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ২৩ শতাংশ। আর রিপোর্ট বলছে, দেশের অন্য কোন শহরে এই পরিমাণে সংক্রমণের খোঁজ নেই। অর্থাৎ করোনা পজিটিভিটি হারের তালিকায় শীর্ষে রয়েছে তিলোত্তমা। সর্বাধিক হারে কলকাতাই করোনা ছড়াচ্ছে বলে জানা গিয়েছে।
বাংলার পাশাপাশি মহারাষ্ট্র, দিল্লী, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, ঝাড়খণ্ড এবং গুজরাটেও বাড়ছে সংক্রমণের মাত্রা। দিল্লীতে পজিটিভিটি রেট রয়েছে ৫.০৩ শতাংশ। ৮ দিনেই বেড়েছে ৯ গুণ। সপ্তাহান্তে জারি করা হয়েছে কার্ফুও।