‘মোদীকে মেরে ফেলতে পারি, গালাগালিও দিতে পারি’, তুমুল বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার

বাংলাহান্ট ডেস্ক: এবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে চর্চায় উঠে এলেনে মহারাষ্ট্র কংগ্রেসের রাজ্য সভাপতি তথা বিধায়ক নানাভাউ পাটোলে। এক ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি মোদীকে মেরে ফেলতে পারি, মারতে পারি আবার গালাগালিও দিতে পারি’। আর তাঁর এই চূড়ান্ত বিতর্কিত মন্তব্যের জেরেই কার্যত শোরগোল পড়ে যায় দেশজুড়ে।

নিজের বিতর্কিত মন্তব্যের জন্যই খ্যাত এই কংগ্রেস নেতা। নরেন্দ্র মোদীর প্রতি বিদ্বেষের কারণেই নিজের বিজেপির সাংসদ পদও ছেড়েছিলেন তিনি। কিন্তু এবারের  জল অনেকদূর গড়াতেই অবশ্য ড্যামেজ কন্ট্রোলের উদ্দ্যেশ্যে নিজের মন্তব্যের প্রেক্ষিতে নতুন মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, ‘আমি মোদী নামের স্থানীয় এক গুণ্ডার কথা বলছিলাম। আমার বিধানসভা কেন্দ্রের অনেকেই তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এই সময় কিছু লোক দুষ্টুমি করে কথোপকথন রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় রেখে দেয়। আমি কোনো মতেই ওই মোদীর কথা বোঝাতে চাইনি’।

এরপরই নিজের অনুগামীদের সঙ্গের একটি কথোপকথনে তিনি জানান,’ আমি বলছি আমি কেন লড়তে পারি। আমি ৩০ বছর ধরে রাজনীতিতে আছি। অথচ এই নেতারা মাত্র ৫ বছরের রাজনীতিতে এত অর্থ উপার্জন করেন যে তাদের একটি বা দুই প্রজন্ম কাজ না করেও পেট ভরাতে পারে। তাই আমি মোদীকে মারতে, আঘাত করতে এবং গালাগালি করতে পারি। মোদী নির্বাচনের সময় আমার বিরুদ্ধে প্রচার করতে এসেছিলেন।’

তাঁর এহেন মন্তব্যের কঠোর বিরোধিতা করেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। একটি ট্যুইটে কংগ্রেসকে সরাসরি আক্রমণ শানিয়েছেন তিনি। ফড়নবিশ বলেন, ‘এখন কংগ্রেসকে রাজনৈতিক দল বলা উচিত নাকি সন্ত্রাস ছড়ানো সংগঠন বলা উচিত?  একসময় স্বাধীনতা আন্দোলনে যুক্ত কংগ্রেস এতটাই নিচে নেমে গেছে যে ক্ষমতা পাওয়ার জন্য যে কোনো কথা বলছে ও করছে।’

দেবেন্দ্র ফড়নবিশ আরও বলেন, পাঞ্জাবে পাকিস্তান সীমান্তে নরেন্দ্র মোদীকে ২০ মিনিট দাঁড় করিয়ে রাখা হয়েছিল, কিন্তু কংগ্রেসের মুখ্যমন্ত্রীর চোখে তা পড়ে নি।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর