বাংলার হান্ট নিউজ ডেস্ক: প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বড় বক্তব্য রেখেছেন ভারতের কিংবদন্তি স্পিনার হরভজন সিং। সেই সঙ্গে বিসিসিআইকেও নিজের নিশানা বানিয়েছেন প্রাক্তন অফস্পিনার। হরভজন সিং দাবি করেছেন যে, কেরিয়ারের শেষ দিনগুলোতে তিনি বিসিসিআই থেকে কোনো ধরনের সমর্থন পাননি।
হরভজন সিং এর মতে তিনি জানতে পেরেছিলেন যে তিনি আর বিসিসিআইয়ের পরিকল্পনায় নেই। তারপরেই খবর আসে যে হরভজন সিং এবং মহেন্দ্র সিং ধোনির সম্পর্ক ঠিকঠাক চলছে না। হরভজন সিংকে শেষবার ২০১৬ সালে ভারতীয় দলের জার্সিতে গায়ে দেখা গিয়েছিল, যেখানে তার পারফরম্যান্স খুব একটা চোখে পড়ার মতো ছিল না। যার কারণে তিনি এরপর যখন টিম থেকে বাদ পড়েন তখন তিনি আর প্রত্যাবর্তন করতে পারেননি।
প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির সঙ্গে হরভজন সিং-এর সমস্যা রয়েছে বলে হরভজন সিংয়ের বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু এখন হরভজন সিং স্পষ্ট করেছেন যে তাঁর এবং মহেন্দ্র সিং ধোনির মধ্যে ব্যক্তিগত স্তরে কোনও সমস্যা ছিল না। হরভজন সিং ধোনির সাথে তার সম্পর্কের বিষয়ে অকপটে কথা বলেছিলেন।
হরভজন সিং মূলত জানিয়েছেন, ‘২০১২ সালের পর অনেক কিছুই ভালো হতে পারত। বীরেন্দ্র সেওবাগ, আমি, যুবরাজ সিং, গৌতম গম্ভীর, আমরা সবাই সক্রিয়ভাবে আইপিএল খেলছিলাম এবং ভারতীয় দলের হয়ে খেলতে খেলতেই অবসর নিতে পারতাম। ২০১১ বিশ্বকাপে জেতা দলের খেলোয়াড়দের আর একসঙ্গে খেলতে দেখা যায়নি এটা বেশ আশ্চর্য। সেই প্রতিযোগিতা জয়ে তাদের মূল ভূমিকা ছিল ২০১৫ বিশ্বকাপে তাদের মাত্র কয়েকজনকে একসঙ্গে খেলতে দেখা গেছে, এর পেছনের কারণ কী তা আমি জানি না।