‘যশের সঙ্গে আবার বিয়ে করার দরকার নেই’, ছেলে ঈশানের ‘ধর্ম পরিচয়’ নিয়ে খুল্লমখুল্লা নুসরত

বাংলাহান্ট ডেস্ক: বিতর্কের অপর নাম নুসরত জাহান (nusrat jahan)। গত এক বছরে একথা প্রায় সকলেই জেনে গিয়েছেন। রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সময়ে মন্তব‍্য থেকে শুরু করে ব‍্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থাকেন তিনি। তাঁর অভিনয় কেরিয়ারের থেকেও বেশি যশ দাশগুপ্তের (yash dasgupta) সঙ্গে সংসার নিয়ে আগ্রহ আমজনতার।

গত এক বছরেরও কিছুটা বেশি সময় ধরে যশ নুসরতের সম্পর্ক ‘টক অফ দ‍্য টাউন’ হয়ে রয়েছে। সোশ‍্যাল মিডিয়া থেকে শুরু হয়ে এখন সেটা এক রকম খোলা হাটের মাঝে এসে দাঁড়িয়েছে। প্রথমে অনেক রাখঢাক করার চেষ্টা করলেও এখন আর গোপন করার কোনো চেষ্টাই করেন না নুসরত। উপরন্তু যশের সঙ্গে সম্পর্কের সূত্রপাতের গল্পটাও নিজেই জানিয়েছেন সাংসদ অভিনেত্রী।

IMG 20220202 162730
কিন্তু একটা প্রশ্ন এখনো রয়ে গিয়েছে কৌতূহলী জনতার। যশের সঙ্গে নুসরতের সম্পর্কটা ঠিক কী? তাঁরা কি আদৌ বিবাহিত নাকি নিখিল জৈনের মতো এই সম্পর্কটাকেও সহবাসের নাম দেবেন অভিনেত্রী? সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে নুসরত ইঙ্গিত দিলেন সেই বিষয়ে।

নুসরত জানান, তিনি বোঝেন না তাঁদের বিয়ে নিয়ে লোকের এত আগ্রহ কেন। সবাই তাঁকে একই প্রশ্ন করে। নুসরতের কথায়, “সবাই কী ভাবছে? আমি ডেকে ডেকে বলব যে আমি বিয়ে করছি? যদি সেটাই ভেবে থাকে তাহলে ভুল করছে। আমি যদি নিজের ব‍্যক্তিগত জীবনের ব‍্যাপারে কথা না বলার সিদ্ধান্ত নিই তাহলে আমার ব‍্যাপার। আমার মতে, দুজন বিবাহিত মানুষ বিষয়টা জানলেই হল। তারা খুশি থাকলে আর কী চাই?”

তবে কি নুসরত বিয়ে করেছেন যশকে? প্রশ্নের উত্তরে অভিনেত্রী স্পষ্ট বলেন, “আমাদের আবার বিয়ে করার দরকার নেই।” নুসরত আরো জানান, তিনি মুসলিম ও যশ হিন্দু ধর্মাবলম্বী। কিন্তু তাঁদের ছেলে ঈশান দুই ধর্মেরই ভাল দিকটা জেনে বড় হবে।

নুসরতের কথায়, “অভিভাবক হিসাবে আমরা সবসময়ে খোলা মনের পরিচয় দিয়েছি। দূর্গাপুজো, ইদ, দিওয়ালি, বড়দিন সবকিছু পালন করি আমরা। আমার মনে হয় ঈশানের জন‍্য আমরা ধর্মনিরপেক্ষ ভারতের প্রকৃত উদাহরণ হয়ে উঠতে পারব। ও সেক‍্যুলার ভারতের একজন আদর্শ নাগরিক হয়ে উঠতে পারবে বলে আমার বিশ্বাস।”

Niranjana Nag

সম্পর্কিত খবর