বাংলাহান্ট ডেস্ক : সিরিয়ায় নিকেশ ISIS জঙ্গি সংগঠন প্রধান ইব্রাহিম-আল-হাশিমি-আল-কুরেশি। মার্কিন সেনার হামলার মুখে একটি আত্মঘাতী বিস্ফোরণে সপরিবারে আত্মহত্যা করে সে। বৃহস্পতিবার এই কথাই ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কুরেশির এই আচরণ অত্যন্ত কাপুরুষোচিত বলেই দাবি করেছেন বাইডেন।
সিরিয়ার উত্তর-পশ্চিম সীমান্ত বরাবর ইফলিব প্রদেশে লাগাতার আক্রমণ চালায় মার্কিন স্পেশাল ফোর্স। আর তাতেই হয় কেল্লা ফতে। ওই আক্রমণ চলাকালীন সেনার হামলার মুখে পড়ে কুরেশি। অবস্থা সুবিধার নয় বুঝে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে ওড়ায় সে। তার সঙ্গে মৃত্যু হয় পরিবারের ৬ট শিশু ৪ জন মহিলা সহ মোট ১৩ জনের।
বিগত বেশ কিছু বছর ধরে ISIS এর শীর্ষ পদে ছিল কুরেশি। এই জঙ্গি সংগঠনের কর্মসূচির একটি বড় দিকই দেখত সে। মাস খানেক আগে একটি জেল দখলের জন্য কুরেশির নেতৃত্বেই টানা ১০ দিন ধরে হামলা করে ISIS। এবার তার নিকেশে যে বেশ কিছুটা নড়ে যাবে জঙ্গী সংগঠনের ভীত তা বলাই বাহুল্য। পুরো ঘটনাটি ISIS এর কাছে বেশ বড় চ্যালেঞ্জ বলেই দাবি পর্যবেক্ষক মহলের। বছর তিনেক আগে আরেক ISIS শীর্ষ নেতা আবু বকর বাগদাদিও একই ভাবে নিকেশ হয়। তার পরই তার গদিতে বসে কুরেশি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ‘ আমাদের সেনা ওই জঙ্গি নেতাকে ধরে আনতে প্রায় পৌঁছে গিয়েছিল। তখনই একেবারে কাপুরুষোচিত ভাবে নিজেকে উড়িয়ে দেয় এক নেতা। নিজের পরিবারের কথাও ভাবেনি সে। তার সঙ্গে ৬ শিশু সহ তার পরিবারের ১৩ জনের মৃত্যু হয়েছে। তার করা অপরাধের জন্য শাস্তির ভয়েই সে এই কাজ করেছে।’ এদিন সমস্ত জঙ্গি সংগঠনগুলিকে হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের দেশকে এবং নাগরিকদের জঙ্গি হামলার থেকেই বাঁচাতে যতদূর যাওয়া দরকার, ততদূরই যেতে রাজি, এমনটাই স্পষ্ট করে দেন তিনি।