নিলামে এই ক্যারিবিয়ান তারকার জন্য বড় অঙ্কের টাকা খরচ করতে তৈরি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক এবং বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার জেসন হোল্ডার আসন্ন আইপিএল নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মূল লক্ষ্য হতে চলেছে। সূত্র মারফত পাওয়া খবর থেকে জানা যাচ্ছে যে আসন্ন আইপিএলের আগে বড় মঞ্চে প্রমাণিত সফল একজন অলরাউন্ডারকে দলে নিয়ে মিডল অর্ডার শক্তিশালী করতে মরিয়া তারা। আশা করা হচ্ছে তার জন্য নিলামের টেবিলে শেষমুহূর্ত অবধি বিড চালিয়ে যাবে আরসিবি।

ব্যাঙ্গালোরের-এর নিলাম কৌশলের সঙ্গে যুক্ত একজন এই তথ্য প্রকাশ করেছেন। ফ্র্যাঞ্চাইজিটি বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল এবং মহম্মদ সিরাজকে ধরে রাখা হয়েছে আরসিবির তরফে। জানা যাচ্ছে একাধিক দক্ষতার কারণে হোল্ডারের পেছনে ১২ কোটি টাকা পর্যন্ত বিড করার সম্ভাবনা রয়েছে যা খুব একটা দেখা যায় না।

holder

নাম প্রকাশ না করার শর্তে ফ্র্যাঞ্চাইজির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে “বেন স্টোকসকে নিলামে পাওয়া যাচ্ছে না। হার্দিক পান্ডিয়া এবং মার্কাস স্টোইনিস ইতিমধ্যেই দল পেয়ে গিয়েছেন। মিচেল মার্শ চোটপ্রবণ, তাই হোল্ডারই সবচেয়ে বেশি পছন্দের। যদি কেউ তার রেকর্ডটি দেখেন তাহলে বোঝা যাবে তিনি একেবারেই ফেলনা নন। আরসিবি তার জন্য শেষ অবধি যেতে চাইবে।”

এইমুহূর্তে নিলামের আগে আরসিবির পার্সে ৫৭ কোটি টাকা রয়েছে। এই টাকা দিয়ে তারা হোল্ডার, প্রাক্তন সিএসকে ক্রিকেটার আম্বাত রায়ডু এবং রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা তরুণ তুর্কি রিয়ান পরাগ সহ তিনজন খেলোয়াড়কে দলে নিতে আগ্রহী। হোল্ডারের জন্য, তারা ১২ কোটি টাকা এবং রায়ডুর জন্য তারা আরও ৮ কোটি এবং পরাগের জন্য ৭ কোটি টাকা খরচ করতে পারবে বলে ধরেছে। যদি তারা এই খেলোয়াড়দের জন্য আনুমানিক ২৭ কোটি টাকা খরচ করে, তবে তাদের হাতে আরও ২৮ কোটি টাকা বাকি থাকবে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর