মাত্র ৭ টাকায় ২৮ জিবি ডেটা আর আনলিমিটেড কলিং! অবিশ্বাস্য প্ল্যান নিয়ে এল Jio

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে আমাদের দেশে টেলিকম অপারেটর সংস্থাগুলির মধ্যে অন্যতম সংস্থা হল Jio। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির এই সংস্থা মাত্র কয়েক বছরের মধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে আমাদের দেশে।

শুধু তাই নয়, সময়ের সাথে সাথে গ্রাহকদের জন্য বিভিন্ন উপযোগী প্ল্যান নিয়ে আসছে এই সংস্থা। যার ফলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে Jio-র গ্রাহক সংখ্যাও। Reliance Jio-র কিছু রিচার্জ প্ল্যান বর্তমানে খুবই জনপ্রিয় কারণ সেগুলি সস্তা হওয়ার পাশাপাশি গ্রাহকদের বেশি সুবিধা দেয়।

বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাকে Reliance Jio (Jio প্রিপেড রিচার্জ প্ল্যান)-র কিছু রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি, যেখানে সমস্ত OTT প্ল্যাটফর্মের সুবিধাগুলি অত্যন্ত সুলভ মূল্যে পেতে পারেন গ্রাহকেরা। পাশাপাশি, এই প্ল্যানগুলিতে আপনি Netflix, Disney Plus Hotstar এবং Amazon Prime বিনামূল্যে পাবেন। এর পাশাপাশি এই প্ল্যানগুলির দাম ২৫০ টাকারও কম৷

Reliance Jio-এর ১৮৬ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা হল ২৮ দিন। এতে প্রতিদিন 1GB ডেটা দেওয়া হয়। যার ফলে ব্যবহারকারীরা মোট 28GB ডেটার সুবিধা নিতে পারবেন। তবে, ডেটা শেষ হওয়ার পরে, ইন্টারনেটের গতি 64 Kbps-এ নেমে আসবে। পাশাপাশি, প্ল্যানটি প্রতিদিন 100 টি SMS পাঠানোর সুবিধা প্রদান করে।

এছাড়াও, সমস্ত নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা পাওয়া যায় এই প্ল্যানের দ্বারা। এর পাশাপাশি, এই প্ল্যানে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো অ্যাপগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যায়।

2019 06 27 11 57 44 1 NEWS

এদিকে, Reliance Jio-এর ২৩৯ টাকার রিচার্জ প্ল্যানের বৈধতা হল ২৮ দিন। এতে প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হয়। যার ফলে, ব্যবহারকারীরা মোট 42GB ডেটার সুবিধা নিতে পারবেন। ডেটা শেষ হওয়ার পরে, প্রতি GB ডেটা 10 টাকা হিসেবে চার্জ করা হয়। এছাড়াও, প্ল্যানটি প্রতিদিন 100 টি SMS পাঠানোর সুবিধা প্রদান করে।

পাশাপাশি, সমস্ত নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা পাওয়া যায় এই প্ল্যানের দ্বারা। এছাড়াও, এই প্ল্যানে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর মতো অ্যাপগুলির বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যায়।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর