অমিত শাহের একটি ফোনে এই অবিজেপি শাসিত রাজ্যে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ

বাংলাহান্ট ডেস্ক : বেশ কিছুদিন ধরেই তামিলনাড়ু সরকারের সঙ্গে ঘোরতর বিরোধ চলছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (NDA) সরকারের। প্রসঙ্গ ন্যাশানাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (NEET)। এরই মধ্যে অমিত শাহের একটি ফোনকলকে ঘিরে তুমুল শোরগোল জাতীয় রাজনীতিতে। জানা যাচ্ছে তামিলনাড়ুর শাসকদল ডিএমকের নেত্রী কানিমোঝিকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ।

থুথুক্কুড়ির ডিএমকে সাংসদ কানিমোঝি জানান, গত ৫ই জানুয়ারি তাঁকে ফোন করেন অমিত শাহ। এদিন ছিল তাঁর ৫৪তম জন্মদিন। সেই ফোন কলে কানিমোঝিকে জন্মদিনের শুভেচ্ছা জানান বিজেপি নেতা।

নিট বিতর্কে তুঙ্গে উঠেছে তামিলনাড়ু এবং কেন্দ্রের বিরোধ। নিট পরীক্ষা থেকে তামিলনাড়ুকে অব্যহতি দিতে চায় সে রাজ্যের সরকার। এই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ডিএমকে সাংসদরা। কিন্তু গত ৬ জানুয়ারি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বিধানসভায় জানান, ডিএমকে সাংসদদের সঙ্গে দেখা করতে সম্মত হননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তিনি অগণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিয়েছেন বলেও অমিত শাহকে কটাক্ষ করেন স্ট্যালিন। একই সঙ্গে অভিযোগ ওঠে নিট বিল নিয়ে ইচ্ছাকৃত ভাবেই এহেন সময় নষ্ট করছে কেন্দ্র।

এর আগেও ডিএমকের একটি প্রতিনিধি দল এই মর্মে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন। সেখানেই দাবি করা হয়েছিল নিট পরীক্ষা চালুর পর থেকেই প্রভূত সমস্যার সসম্মুখীন হতে হচ্ছে তামিলনাড়ুর পড়ুয়াদের। সেই কারণেই রাজ্যে নিট পরীক্ষা বন্ধ করতে চায় ডিএমকে। সেই স্মারকলিপি রাষ্ট্রপতি স্বরাষ্ট্র মন্ত্রীর দপ্তরে পাঠালে অবশেষে ১৭ জানুয়ারি ডিএমকের ওই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ।

এহেন পরিস্থিতিতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সৎ বোন কানিমোঝিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য অমিত শাহের ফোনকলটিকে অতি সাধারণভাবে নিচ্ছে না ডিএমকে। এম কে স্ট্যালিনের দাবি শুধু সৌজন্যবার্তা নয়, অন্য কোনো বড় রাজনৈতিক উদ্দেশ্যেই এই ফোনটি করেন অমিত শাহ।

প্রসঙ্গত, আঞ্চলিক রাজনীতি ছেড়ে ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে পা রাখার দিকে এগোচ্ছেন এম কে স্ট্যালিন। রবিবার, তিনি জানান যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেছিলেন। শীঘ্রই দিল্লিতে বিজেপি-বিরোধী নেতাদের একটি সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে রাজ্যগুলির ‘অধিকার খর্ব করা’ নিয়ে আলোচনা করা হবে।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর