বাংলাহান্ট ডেস্ক: মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri), বলিউডের তাবড় জুটিদের ঘোল খাওয়ার ক্ষমতা ছিল দুজনের। দুই তারকা মিলে যে ম্যাজিক করেছিলেন তা এখনো চোখে লেগে রয়েছে সিনেমা ও সঙ্গীতপ্রেমীদের। বাপ্পি দা যেন মিঠুনকে ‘ডিস্কো ডান্সার’ বানিয়েছিলেন, তেমনি মিঠুনও তাঁকে ‘ডিস্কো কিং’ এর উপাধি এনে দিয়েছিলেন। সেই কিং এর প্রয়াণে বিমর্ষ ‘মহাগুরু’।
গত মঙ্গলবার রাতে প্রয়াত হন বাপ্পি লাহিড়ী। খবরটা দুঃস্বপ্নের মতোই ছড়িয়ে পড়েছিল গোটা বলিউড ও বাংলায়। চোখে জল নিয়ে প্রিয় বাপ্পি দাকে শেষ দেখা দেখতে এসেছিলেন তারকারা। বহু অভিনেতা অভিনেত্রীর কেরিয়ার গড়ে দিয়েছিলেন তিনি। একের পর এক সুপারহিট গান বানিয়েছিলেন, যা এই দশকে এসেও একই রকম জনপ্রিয়।
এই তারকাদের মধ্যে অন্যতম মিঠুন চক্রবর্তী। তাঁর অভিনয় কেরিয়ারের শুরুর দিক থেকে বাপ্পি লাহিড়ীর সঙ্গে ঘনিষ্ঠতা। বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুজন। উঠে এসেছে ‘আই অ্যাম এ ডিস্কো ডান্সার’, ‘ইয়াদ আ রাহা হ্যায় তেরা পেয়ার’ এর মতো কালজয়ী সব গান। বলিউডে ডিস্কো জমানার সূত্রপাতই মিঠুন বাপ্পি জুটির হাত ধরে।
বর্ষীয়ান গায়ক সুরকারের প্রয়াণে শোকস্তব্ধ মিঠুন। ‘বাপ্পি দা’কে চিরদিন মিস করবেন, এমনটাই জানিয়েছেন অভিনেতা। তাঁদের সম্পর্কও বহু উত্থান পতনের সম্মুখীন হয়েছে। কিন্তু মনোমালিন্য মিটিয়ে সুসম্পর্কটা ঠিকই বজায় রেখেছেন তাঁরা। এমনকি একবার বাপ্পি লাহিড়ীকে কিংবদন্তী সুরকার আর ডি বর্মনের সঙ্গেও তুলনা করেছিলেন মিঠুন।
বৃহস্পতিবার সকালেই শেষকৃত্য সম্পন্ন হয় প্রয়াত বাপ্পি দার। মুম্বইয়ের জুহুতে তাঁর বাড়ি থেকে মরদেহ বের করে পবন হংস শ্মশানে নিয়ে যাওয়া হয়। শেষযাত্রায় বাবাকে কাঁধ দেন ছেলে বাপ্পা ও রানি মুখার্জির ভাই রাজা। আক্ষরিক অর্থেই ‘ডিস্কো কিং’ এর মতোই বিদায় নিলেন বাপ্পি লাহিড়ী।
কালো সানগ্লাস ও গলায় সোনার চেন ছাড়া কখনোই তাঁকে দেখা যায়নি। গায়কের প্রিয় সেই দুটো জিনিস শেষযাত্রাতেও তাঁর সঙ্গে ছিল। চোখে কালো চশমা এঁটে, গলায় ফুলের মালার সঙ্গে মোটা সোনার হার পরে যেন ঘুমিয়ে রয়েছেন গায়ক।
বিধ্বস্ত অবস্থায় ক্যামেরার সামনে আসেন ছেলে বাপ্পা লাহিড়ী। হাত জোড় করে উপস্থিত সকলকে প্রণাম জানান তিনি। বাপ্পি লাহিড়ীর মেয়ে অঝোরে কেঁদেই চলেছেন। ভিড় সামলাতে পুলিসও মোতায়েন করা হয়েছিল সুরকার গায়কের শেষযাত্রায়।