স্কুলে না ‘জয় মাতা দি’র ওড়না চলবে, না বোরখা! হিজাব-বিতর্ক নিয়ে ফের বিষ্ফোরণ কঙ্গনার

বাংলাহান্ট ডেস্ক: কর্ণাটকের হিজাব বিতর্ক (Hijab Controversy) থামার নাম নেই। তেমনি চুপ করে বসে থাকার পাত্রী নন কঙ্গনা রানাওয়াতও (Kangana Ranaut)। এর আগে তিনি চ‍্যালেঞ্জ ছুঁড়েছিলেন, সাহস দেখাতে হলে আফগানিস্তানে বোরখা না পরে দেখান। এবার ফের হিজাব বিতর্ক নিয়ে সরব হলেন বলিউডের ‘পাঙ্গা গার্ল’। বুঝিয়ে দিলেন তাঁর সঙ্গে ‘পাঙ্গা’ নেওয়ার ফল খুব একটা সুখকর হবে না।

আসলে কঙ্গনার ‘বোরখা’ মন্তব‍্য নিয়ে পালটা প্রশ্ন করেছিলেন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। তিনি বিদ্রূপ করেছিলেন, কঙ্গনা কি ভারত ও আফগানিস্তানের মধ‍্যে পার্থক‍্যটাও বুঝতে পারেন না? কেউ কটাক্ষ করলে তার উত্তর না দিয়ে তো থাকতে পারেন না কঙ্গনা। তাই ঘুরিয়ে তোপ দেগেছেন ‘কুইন’।

kangana 2

কঙ্গনা বলেন, হিজাবের থেকেও বেশি জরুরি হল বই আর পড়ুয়াদের শিক্ষা। স্কুলে না ‘জয় মাতা দি’ লেখা ওড়না চলবে আর না বোরখা। কোনো রকম ধর্মীয় চিহ্নই শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসা উচিত নয় বলেই মন্তব‍্য করেন কঙ্গনা। এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে শাবানা আজমিকে কটাক্ষ শানিয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, উনি (শাবানা আজমি) বলতে চাইছেন যে ভারত একটি গণতান্ত্রিক দেশ। কিন্তু ৭০-৮০ বছর আগে এমনটা ছিল না। আর এর কোনো নিশ্চয়তাও নেই যে ৭০ বছর পরেও ভারত গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে। গণতন্ত্রের রক্ষা করতে জানতে হয়।

কঙ্গনার মতে, আসন্ন নির্বাচনের জন‍্য হিজাব নিয়ে এই গিমিক তৈরি করা হয়েছে। আর জন্য ভুগতে হচ্ছে আমজনতাকে। তিনি অভিযোগ করেন, কাশ্মীরে এক মেধাবী ছাত্রীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এভাবে শুধু তাদের পড়াশোনারই ক্ষতি হচ্ছে না। যারা বলছেন যে মেয়েরা বোরখা না পরলে তাদের ধর্ষণ হয়, তারা মুসলিম মেয়েদের পাশাপাশি হিন্দু মেয়েদের জীবনও নষ্ট করে দিচ্ছেন।

কঙ্গনা স্পষ্ট ভাষায় বলেন, স্কুলে কোনো রকম ধর্মীয় চিহ্ন নিয়ে আসাই উচিত নয়। স্কুল থেকে সকলকে একটি ইউনিফর্ম দেওয়া হয়, সেটাই সকলের পরা উচিত। কারণ এই ইউনিফর্ম ধনী দরিদ্র, হিন্দু মুসলিম এর মধ‍্যে কোনো ভেদাভেদ করে না।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর