দুই ছেলের মা হয়ে বুড়িয়ে গিয়েছেন! বাড়তি ওজন নিয়ে করিনাকে কুরুচিকর ট্রোল নেটবোদ্ধাদের

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের চিরকালীন ডিভা বলতে করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan) নাম উঠে আসবেই আসবে। নিজের ফ‍্যাশন ও স্টাইল স্টেটমেন্ট দিয়ে বরাবর লাইমলাইটে জায়গা করে এসেছেন তিনি। করিনাই প্রথম ‘জিরো ফিগার’ এর ট্রেন্ড নিয়ে এসেছিলেন বলিউডে। আবার তাঁকেই দেখা গিয়েছিল ভরা পোয়াতি অবস্থায় র‍্যাম্প ওয়াক করতে।

বাড়তি ওজন কখনোই লুকাতে দেখা যায়নি করিনাকে। দু দুবার গর্ভাবস্থায় বিন্দাস পাপারাৎজির সামনে এসেছেন তিনি। করেছেন ফটোশুটও। কিন্তু নেটিজেনরা তো ট্রোল করবেনই। বহুবার বহু তারকা ‘বডি শেমিং’ এর শিকার হয়েছেন। তালিকায় ফের জুড়ল বেবোর নাম।

1021673 kareena kapoor khan
সম্প্রতি মুম্বইয়ের এক রেস্তোরাঁয় মধ‍্যাহ্নভোজ সেরে বেরোতেই ক‍্যামেরাম‍্যানদের সামনে পড়েন করিনা। একটি কালো টিউব টপ, হালকা বেগুনি রঙা প‍্যান্ট ও মাথায় একটি কালো টুপি পরে সেজেছিলেন তিনি। মুখে কোনো মাস্ক দেখা যায়নি অভিনেত্রীর। ভিডিওটি শেয়ার করতেই ট্রোল করার জন‍্য ঝাঁপিয়ে পড়েছেন নেটিজেনরা।

একজন লিখেছেন, ‘অনেক ওজন বেড়ে গিয়েছে করিনার। আবার কসরত শুরু করা উচিত।’ আরেকজনের মতে, তৈমুরের সময়ে অনেক বেশি ফিট ছিলেন বেবো। কিন্তু এখন তাঁর এ কী হাল! তবে অনেকে করিনার পাশেও দাঁড়িয়েছেন। তারকা মানেই যে তাদের ট্রোল করা যাবে, এমনটা ভাবাই ভুল, দাবি শুভাকাঙ্খীদের।

https://www.instagram.com/reel/CaCQcYLqqd7/?utm_medium=copy_link

প্রসঙ্গত, কড়া ডায়েট সত্ত্বেও মাঝেমধ‍্যেই নিয়ম ভাঙেন করিনা। গোটা কাপুর পরিবার, গার্লস গ‍্যাংকে নিয়ে পার্টিতে মজেন তিনি। এমনকি কয়েক মাস আগে ‘বাহুবলী’ প্রভাসের ট্রিট দেওয়া বিরিয়ানিও কবজি ডুবিয়ে খেতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ২০২২ এর শুরুতে অবশ‍্য তিনি শপথ নিয়েছিলেন যে শুধুমাত্র স্বাস্থ‍্যকর খাবার খাবেন।

কিন্তু সে শপথ ভেঙে গিয়েছে বছরের প্রথমেই। লোভনীয় খাবার দেখে মন পিছলে গিয়েছে করিনার। মিষ্টিপ্রেমী বেবো প্রিয় খাবার উপভোগ করার একটি মজার ছবিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে। স্বাদের বহরে চোখ ঠেলে বেরিয়ে আসার জোগাড় করিনার। কিন্তু ক‍্যাপশনে তাঁর পরামর্শ, মন যেটা চায় সেটাই করতে দেওয়া উচিত।

Niranjana Nag

সম্পর্কিত খবর