বাংলা হান্ট নিউজ ডেস্ক: রোহিত শর্মার ভারতীয় দল গতকাল ১৮ই ফেব্রুয়ারি শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় ভারত একটি বড় মাইলফলক ছুঁয়েছে। কালকের এই জয় ছিল ভারতের ইতিহাসে ১০০ তম টি-টোয়েন্টি ম্যাচ জয়। কালকের খেলায় ভারত ৮ রানে জিতেছে এবং এটি ছিল রোহিত শর্মার স্থায়ী অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজ জয়।
সামগ্রিকভাবে, ভারতীয় দল T20 আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অবধি ১৫৫ টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ১০০ টি ম্যাচ জিতেছে যার মধ্যে ৯৭ টি নির্ধারিত সময়ে জয় এবং বাকি ৩ টি টাই ম্যাচের মধ্যে ২ টি-তে জয় এসেছে সুপার ওভারে জয় এবং ১ টি জয় এসেছে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একবারই মাত্র ব্যবহার করা বোল-আউট পদ্ধতিতে। দ্য মেন ইন ব্লু-এর জয়ের শতকরা পরিমাণ প্রায় ৬৫ শতাংশ।
ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ভারতের চেয়ে বেশি জয় পাওয়া একমাত্র দল হল পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। পাকিস্তান ১৮৯ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ১১৭ টি-তে জয় পেয়েছে এবং ৬৪ টি-তে হারের মুখ দেখেছে।
তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে ভারত। দলে থাকবেন না বিরাট কোহলি এবং রিশভ পন্থ। ফলে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন ঋতুরাজ গায়কোয়াড এবং শ্রেয়স আইয়ার। চলতি টি টোয়েন্টি সিরিজে একটি ম্যাচেও মাঠে নামেননি দুজনের কেউই।