বাংলাহান্ট ডেস্ক: ছাত্রনেতা আনিস খান (Anis Khan) হত্যা মামলায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজনৈতিক দলগুলির মধ্যে চলছে কাদা ছোঁড়াছুঁড়ির পালা। এর মধ্যেই হাওড়া গ্রামীণের পুলিস সুপার সৌম্য রায়ের দিকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, হাওড়া গ্রামীণ পুলিস সুপার ও অতিরিক্ত পুলিস সুপারের নির্দেশে খুন করা হয়েছে আনিসকে।
উল্লেখ্য, এই পুলিস সুপার সৌম্য রায় এর আরো একটি পরিচয় রয়েছে। তিনি সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের (Lovely Moitra) স্বামী। শুভেন্দু অধিকারীর অভিযোগের উত্তরে সম্প্রতি মুখ খোলেন লাভলি। বৃহস্পতিবার সোনারপুর রাজপুর পুরসভায় নির্বাচনী প্রচারে এসেছিলেন তিনি।
এদিনই আনিস খান হত্যা নিয়ে নিজের মতামত রাখেন লাভলি। তাঁর স্বামীর বিরুদ্ধে আনিসকে খুনের অভিযোগ উঠছে। এ প্রসঙ্গে লাভলি বলেন, “আনিস খানের খুনের তদন্ত চলছে। এই ব্যাপারে কিছুই বলতে চাই না আমি। দু জন গ্রেফতার হয়েছে। আর সবার মতো আমিও সুবিচার চাই। দোষীরা নিশ্চয়ই শাস্তি পাবে।”
প্রসঙ্গত, ছাত্রনেতা আনিস হত্যার ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল বাংলার রাজনীতি। আনিসের পরিবারের লোকেরা অভিযোগ করেছেন, পুলিস পরিচয় দিয়ে কয়েকজন বাড়ির ভেতরে ঢুকে এসেছিল। তারাই ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুন করেছেন আনিসকে।
বিরোধীদের তরফে অভিযোগের আঙুল তোলা হচ্ছে সবুজ শিবিরের দিকে। বিরোধী দলনেতা শুভেন্দু অভিকারী দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিস হত্যা করেছে আনিসকে। এরপরেই তিনি আঙুল তোলেন হাওড়া গ্রামীণ পুলিস সুপার তথা লাভলির স্বামী সৌম্য রায়ের দিকে।