সিরিজ জিতে মন জয় করে নেওয়া বয়ান রোহিত শর্মার, এই খেলোয়াড়কে দিলেন কৃতিত্ব

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দলের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই নিউজিল্যান্ড তারপর ওয়েস্ট ইন্ডিজ এবং এখন শ্রীলঙ্কাকে ঘরের মাটিতে সিরিজে হারিয়েছে রোহিতের দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছেন রোহিত শর্মারা। এই ম্যাচের নায়ক ছিলেন শ্রেয়াস আইয়ার ও রবীন্দ্র জাদেজা। অধিনায়ক রোহিত শর্মা নিজেও অনেক খেলোয়াড়ের প্রশংসা করেছেন।

দলে ফেরা সঞ্জু স্যামসনের প্রশংসা করেছেন অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে স্যামসন দ্রুতগতিতে ৩৯ রান করেন। ম্যাচের পরে, রোহিত বলেছিলেন, “আমাদের এই ব্যাটিং ইউনিটে অনেক প্রতিভা রয়েছে, আমরা তাদের সুযোগ দিতে থাকব, এটির সর্বোচ্চ ব্যবহার করা তাদের ওপর নির্ভর করবে। আমি ভেবেছিলাম সঞ্জু দেখিয়েছে যে সে কতটা ভাল খেলতে পারে। ও খুবই প্রতিভাবান। সেই সঙ্গে গত সিরিজে বাদ পড়া শ্রেয়স আইয়ারও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। দুই ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করে সিরিজের ভাগ্য নির্ধারণ করেছেন তিনি।”

ishan kishan shreyas iyer

রোহিত শর্মা খোশমেজাজে বলেছেন, “আমরা আগামীকাল বসব, দেখব আমরা দলে কিছু পরিবর্তন করতে পারি কিনা। আমরা এখন পর্যন্ত ২৭ জন খেলোয়াড়কে ব্যবহার করেছি এবং আরও কাউকে সুযোগ দেওয়ার থাকতে পারে। আপনি যখন একটি সিরিজ আগেই জিতে যাবেন, তখন এমন কিছু খেলোয়াড় আছে যারা সুযোগ পায় না। কিছু লোককে টেস্ট খেলতে হবে। তাদের সবার কথা খেয়াল রেখে দল বানাতে হবে। আমাদের দলে ইতিবাচক মানসিকতা রাখতে হবে।

দ্বিতীয় ম্যাচে বোলারদের পারফরম্যান্স খুব একটা বিশেষ ছিল না, তবুও তাদের সম্পর্কে অধিনায়ক রোহিত বলেছেন, ‘বোলারদের উপর খুব বেশি কঠোর হতে চাই না, এই জিনিসগুলি ঘটে, আমরা প্রথম কয়েক ওভারে ভাল বোলিং করেছি। ব্যাটিং পাওয়ার প্লে-তে রান দিইনি। তারা শেষ পাঁচ ওভারে ৮০ রান দিয়েছিল। শেষ পাঁচ ওভারে কী করতে হবে তা আমাদের বোঝা দরকার, কিন্তু আমরা ভালো করেছি। প্রথম ১৫ ওভারের পিচ দুর্দান্ত ছিল, বল ভাল আসছিল এবং এই ধরনের ঘটনা ঘটতে থাকে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর