তৃণমূলে তুলকালাম! পুরভোটে সন্ত্রাস নিয়ে সরব হলেন সাংসদ সৌগত রায়

বাংলাহান্ট ডেস্ক : এবার তৃণমূলের বিরুদ্ধেই মুখ খুললেন খোদ সাংসদ সৌগত রায়। পুরসভা ভোটে ঘটা সন্ত্রাসের তীব্র প্রতিবাদ করে এদিন সরব হতে দেখা গেল তাঁকে। তাঁর দাবি পুরভোটের এই সন্ত্রাস মানুষের কাছে দলের নামে ভুল বার্তা দেবে।

এদিন তৃণমূল সাংসদ সৌগত রায় একটি টিভি শোতে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন দলের বিরুদ্ধেই। তাঁর দাবি, পুরভোটে সন্ত্রাসের ঘটনাগুলি এড়ানো উচিত ছিল দলের। কারণ এই সন্ত্রাস ভুল বার্তা দেয় মানুষের কাছে। তিনি বলেন, ‘যা হচ্ছে তা ভালো হচ্ছে না। এ ধরণের ঘটনা ঘটতে থাকলে মানুষ আমাদের প্রতি আস্থা হারাবে।’

বরিষ্ঠ এই সাংসদ আরও বলেন, ‘তৃণমুল যে কাজ করেছে তার ভিত্তিতেই আমরা জয়ী হব। সন্ত্রাস বা হিংসা র পথে হাঁটার কোনও দরকারই নেই। হয়ত এটা ক্ষমতার লোভ, বা অন্য কোনও কারণে, তা আমি জানি না।’ তিনি এও জানিয়েছেন যে দলের শীর্ষ নেতৃত্বের দ্বারা সন্ত্রাসের প্রতি শুন্য সহনশীলতার বার্তা সম্পর্কেও অবগত নন তিনি।’

রবিবার পুরসভা ভোটের পর থেকেই রাজ্যের তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছে সবকটি বিরোধী দলই। গতকালই এর প্রতিবাদে ধর্মঘট ডাকে বিজেপি। এমনকি সমস্ত ঘটনা বিস্তারিত জানিয়ে লোকসভার স্পিকারের কাছে চিঠিও লিখেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাঁদের দাবি রাজ্যে শান্তিপূর্ণ ভাবেই হয়েছে ভোট, কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে গন্ডগোল হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিনই বিরোধীদের রীতিমতো হুমকি দিতে দেখা গিয়েছে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। বিরোধীদের পঞ্চায়েত ভোটে ‘দেখে নেওয়ার’ হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। একই সঙ্গে তাঁর সুরে সুর মিলিয়ে ছাপ্পা ভোট দাতাদের ধন্যবাদ জানিয়েছেন ওই এলাকারই এক পঞ্চায়েত প্রধান। সব কিছু মিলিয়ে যে চরম অস্বস্তিতে শাসক দল সেকথা বলে দেওয়ার অপেক্ষা থাকে না আর।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর