বাংলা হান্ট ডেস্ক: রোজ কত কিছুই না ভাইরাল হয় নেটমাধ্যমে। হাসি-মজা-খাওয়ার-ভ্রমণ, সহ একাধিক কন্টেন্টের ওই ভিডিওগুলির মধ্যেই আলাদা ভাবে জায়গা করে নেয় পশু-পাখির ভাইরাল হওয়া ভিডিওগুলিও। অকৃত্রিম এই ভিডিওগুলি দেখতেও পছন্দ করেন সকলে। সম্প্রতি সেইরকমই একটি ভিডিও সামনে এসেছে যা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সকলে।
প্রেম-বেদনা-আঘাত, এই অনুভূতিগুলির বহিঃপ্রকাশ আমরা সাধারণত মানুষের মধ্যেই খুঁজে পাই। আর সেই কারণেই অন্য সকল প্রাণীদের চেয়ে মানুষের স্থান রয়েছে সবার উঁচুতে। কিন্তু আজকের পৃথিবীতে এই অনুভূতিগুলো ধীরে ধীরে মানুষের ভেতর থেকে হারিয়ে যাচ্ছে। যার ফলে শুরু হচ্ছে হানাহানি এবং যুদ্ধ। যদিও, মানুষে মানুষে হানাহানি শুরু হলেও বর্তমানে ভাইরাল হওয়া ভিডিওটিতে একদল অবলা প্রাণীর আবেগ-ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে স্বাভাবিকভাবে লজ্জা পাবে মনুষ্য সমাজ!
প্রাণীদের মধ্যে কুকুর এমন একটি প্রাণী যা অত্যন্ত প্রভুভক্ত এবং অনেক সংবেদনশীলও। এই সংবেদনশীলতাই ফুটে উঠেছে ভাইরাল হওয়া ভিডিওটিতে। যেখানে দেখা যাচ্ছে যে, একটি কুকুরের মৃতদেহকে কবরে রেখে তার ওপর মাটি চাপিয়ে দিচ্ছে একদল কুকুর। এভাবেই প্রিয় সঙ্গীর শেষকৃত্যের দায়িত্ব তারা নিজেরাই কাঁধে তুলে নিয়ে তাদের মত করে বিদায় জানাচ্ছে সঙ্গীকে। আর এই ভিডিওটিই চোখে জল এনে দিয়েছে সবার।
ভিডিওটি নেটমাধ্যমে শেয়ার করেছেন আইএএস অফিসার অবনীশ শরণ। তিনি কুকুরদের এই অনন্য কীর্তিটি নিজের ক্যামেরায় বন্দী করে ক্যাপশনে লিখেছেন, “এগুলি কি আদৌ প্রাণী?” অবনীশের এই প্রশ্নটি যেন ধেয়ে এসেছে মনুষ্য জাতির উদ্দেশ্যেই। যা বর্তমান সময়ে মানবতার দিক থেকে পশুপাখিকেও পেছনে ফেলেছে।
क्या ये ‘जानवर’ हैं ? pic.twitter.com/4VIxUKyNYI
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) February 28, 2022
এদিকে, ৪৫ সেকেন্ডের এই ভিডিও দেখে আবেগে ভেসেছেন নেটিজেনরা। প্রাণীদের মধ্যে এমন মর্মস্পর্শী আচরণ দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁরা। ইতিমধ্যেই, ভিডিওটি ১ লক্ষ ৫৮ হাজারেরও বেশি মানুষ দেখেছেন। পাশাপাশি, ১২ হাজারেরও বেশি লাইক পেয়েছে ভিডিওটি। এছাড়াও, এই ভিডিও দেখে প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। এর মধ্যে একজন লিখেছেন, “বন্ধু হারানোর কষ্ট সকলের কাছেই এক!” পাশাপাশি আরেকজন জানান, “এই কুকুরগুলি আমাদের অনেক শিক্ষা দিয়ে গেল।”