বাংলা হান্ট নিউজ ডেস্ক: পরিসংখ্যানের দিক দিয়ে ভারতের সবচেয়ে সফল অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে বড় মন্তব্য করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। অশ্বিনকে তারকা অলরাউন্ডার হিসাবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং অলরাউন্ডার কপিল দেবের সঙ্গে তুলনা করেছেন গম্ভীর। ২০০৭ টি টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ একদিনের বিশ্বকাপের ফাইনালের নায়কের মতে ভারতীয় দলের অলরাউন্ডার হিসেবে রবিচন্দ্রন অশ্বিনের প্রভাব কপিল দেবের মতোই প্রভাবশালী।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় কপিল দেবকে তৃতীয় স্থানে সরিয়ে নিজে দুই নম্বরে উঠে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। মোহালি টেস্ট ম্যাচে এই কীর্তিটি গড়েছেন তারকা অফ-স্পিনার। প্রথম স্থানে থাকা অনিল কুম্বলেকে ছুঁতে গেলে অবশ্য এখনও অনেকটা এগোতে হবে অশ্বিনকে।
অশ্বিন দুই ইনিংস মিলিয়ে মোট ছটি উইকেট নিয়েছিলেন। এখন টেস্ট ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৪৩৬টি যা কিংবদন্তি কপিল দেবের মোট উইকেটের (৪৩৪) থেকে দুই বেশি। একই সঙ্গে ব্যাট হাতেও ৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে আরও একবার নিজের অলরাউন্ড ক্ষমতার মাত্রাটা বুঝিয়েছেন অশ্বিন।
গম্ভীরকে ‘অশ্বিন কপিল দেবের পরে ভারতের দ্বিতীয় সফল অলরাউন্ডার কিনা’ এই প্রশ্ন করা হলে উত্তরে গম্ভীর বলেন, দ্বিতীয় নন, অশ্বিনকে প্রায় কপিল দেবের সমান বলেই মনে করেন তিনি। তিনি বলেছেন, “অশ্বিন দ্বিতীয় নয় বরং আমার কাছে তিনি কপিল দেবের সমান। কারণ তার প্রভাব ভারতীয় টেস্ট দলের ওপর অত্যন্ত বেশি।” অশ্বিন এখনও অবধি ব্যাটার হিসাবে নিজের কেরিয়ারে ৮৫টি টেস্ট খেলে ২৭.১৪ গড়ে ২৯০৫ রান করেছেন। অন্যদিকে, কপিল দেব ১৩১টি টেস্ট ম্যাচে ৩১.০৫ গড়ে ৫২৪৮ রান করেছেন।