ছেলেকে কাছছাড়া করতে চাননি, হাসপাতালে শুয়েও খুঁজেছেন, বাপ্পি লাহিড়ীর সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতিচারণ বাপ্পার

বাংলাহান্ট ডেস্ক: ফেব্রুয়ারি মাসটা ভারতীয় সঙ্গীত জগতের জন‍্য অন্ধকার তম সময় ছিল। সু্রসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ‍্যা মুখোপাধ‍্যায়, কিংবদন্তি গায়ক সুরকার বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri) একে একে বিদায় নিয়েছেন ভারতীয় সঙ্গীত দুনিয়ার তিন নক্ষত্র। বিশেষত বাপ্পিদার প্রয়াণ সংবাদটা ঝড়ের মতোই নাড়িয়ে দিয়ে গিয়েছিল সকলকে।

গত ১৫ ফেব্রুয়ারি মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত হন ‘ডিস্কো কিং’। সঙ্গীত জগৎ শোক কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরলেও এখনো বাবাকে হারানোর কষ্ট ভুলতে পারেননি ছেলে বাপ্পা লাহিড়ী (Bappa Lahiri)। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে বাবার সঙ্গে শেষ সাক্ষাতের স্মৃতিচারণা করেন বাপ্পা।

bappa bappi 640
গত বছর এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন বাপ্পা। ফেরত যাওয়ার কথা ছিল জুলাই মাসে। কিন্তু ছেলেকে কোনো না কোনো অজুহাত দেখিয়ে নিজের কাছে রেখে দিতে চাইছিলেন বাপ্পি লাহিড়ী। প্রথমে ভাগ্নের জন্মদিন, তারপর বাপ্পার ছেলের জন্মদিন, তারপর তাঁর নিজের, প্রতিবারই এক মাস করে করে সময় বাড়িয়ে যাচ্ছিলেন বর্ষীয়ান সুরকার। ছেলেকে কাছছাড়া করতেই চাইছিলেন না তিনি।

শেষমেষ যখন ডিসেম্বর মাসে বাপ্পা মার্কিন মুলুকে ফেরত যান, তখন বাপ্পি লাহিড়ী কথা দিয়েছিলেন খুব শীঘ্রই ছেলের কাছে যাবেন। কিন্তু সে কথা রাখতে পারলেন না বাপ্পিদা। সুরকারের ছেলে জানান, হাসপাতালে শুয়েও সারাক্ষণ ‘বাপ্পা বাপ্পা’ বলে ডেকেছিলেন তিনি। কিন্তু তৎক্ষণাৎ দেশে ফেরা সম্ভব ছিল না বাপ্পার পক্ষে।

বাপ্পা জানান, বাবার সঙ্গে শেষবার কথা হওয়ার সময়ে বাপ্পি লাহিড়ী বলেছিলেন যদি তাঁর কিছু হয়ে যায় তাহলে খুব কষ্ট হবে ছেলের। বাপ্পি লাহিড়ীও পরিবারকে খুব ভালবাসতেন। কাছের মানুষদের ছেড়ে যাওয়ার জন‍্য হয়তো তৈরি ছিলেন না তিনি, আক্ষেপ বাপ্পার।

Niranjana Nag

সম্পর্কিত খবর