বুলডোজার বাবার ধামাকা! গুঁড়িয়ে দেওয়া হল সমাজবাদী পার্টির নেতার জবরদখল নির্মাণ

বাংলাহান্ট ডেস্ক : বুলডোজার বিতর্কে তোলপাড় যোগীরাজ্য। ‘বুলডোজার বাবা’ যোগী আদিত্যনাথ আগেই জানিয়েছিলেন সে রাজ্যের সমস্ত বেআইনি নির্মাণ এবং দখলদারি ভেঙে ফেলা হবে সরকারের তরফে। এবার সেই মতই বুলডোজার পাঠিয়ে গুঁড়িয়ে দেওয়া হল সমাজবাদী পার্টি নেতার বেআইনি নির্মাণ।

জানা যাচ্ছে একটি ১৭৫০ বর্গ মিটার আয়তনের জমিতে ভূমি মাফিয়াদের করা অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে কানপুর ডেভেলপমেন্ট অথরিটি। সোমবার সরকারের পুণরুদ্ধার করা এই জমিটির দাম ৮ লক্ষ ৭৫ কোটি টাকা। বলা হচ্ছে জমিটিতে জবরদখল করে বসেছিলেন জমি মাফিয়া বিষ্ণু কুমার যাদব ওরফে পঙ্গু যাদব। এই বিষ্ণু সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত বলেই খবর। এমনকি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে তাঁর ছবিও প্রকাশ্যে এসেছে। বড়রা ৬ হাইজিং স্কিমের আওতায় একটি প্রাচীন শিব মন্দিরের কাছে পুকুরের জমিতে এই অবৈধ নির্মান চালাচ্ছিলেন তিনি।

১৪ মার্চ এই নির্মাণটি ভেঙে দেয় কানপুর ডেভেলপমেন্ট অথরিটি। বলা হচ্ছে, কেডিএ কর্তাদের সঙ্গে যোগসাজশ করেই ওই পুকুরের জমির ভুয়ো রেজিষ্ট্রেশন করিয়েছিলেন বিষ্ণু। কানপুর ডেভেলপমেন্ট অথরিটির উচ্চপদস্থ আধিকারিক ধীরেন্দ্র বাজপেয়ি জানিয়েছেন, যে এই পঙ্গু যাদব একজন কুখ্যাত মাফিয়া। এভাবেই একের পর এক জমি দখল করেন তিনি। জানা যাচ্ছে কানপুরে তাঁর বিরুদ্ধে ৪৭৭ ধারায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

bulldozer

ক্ষমতায় আসার আগেই বিধানসভা নির্বাচনের প্রচারের সময় এই বুলডোজার ইস্যুকে ব্যাপক ভাবে ব্যবহার করেছিলেন যোগী আদিত্যনাথ। বিজেপির জনসমাবেশেও বুলডোজার হাজির হতে দেখা যায়। এরপর থেকে যোগী আদিত্যনাথকে কার্যতই ‘বুলডোজার বাবা’ বলেই ডাকতে শুরু করেন সে রাজ্যের রাজ্যবাসী। বিজেপি এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারবার করে হুঁশিয়ারি দিয়েছিলেন যে ক্ষমতায় আসার পরই বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে সমস্ত জবরদখল। এখনও দ্বিতীয়বারের জন্য গদিতে বসেননি যোগী৷ তার মধ্যেই এই বুলডোজার অভিযানে কার্যতই শোরগোল দেশ জুড়ে।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর