বাংলাহান্ট ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files) সুপারহিট। এক সপ্তাহেই সেঞ্চুরি করতে চলেছে এই ছবি। এবার পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পেলেন ওয়াই ক্যাটেগরির (Y Category Security) নিরাপত্তা সিআরপিএফ কভার সহ। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দ্য কাশ্মীর ফাইলসের পরিচালককে এই নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে ঘোষনা করা হয়েছে।
কিছুদিন আগেই পরিচালক দাবি করেছিলেন, তাঁর প্রাণহানির আশঙ্কা রয়েছে। ছবি মুক্তির আগে থেকেই বিতর্ক লেগে ছিল। এমনকি সোশ্যাল মিডিয়ায় লাগাতার ফতোয়া, প্রাণনাশের হুমকির জেরে টুইটার অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হয়েছিলেন বিবেক।
তিনি দাবি করেছিলেন, কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার ইতিহাস প্রকাশ্যে আসা থেকে রোখার জন্য সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেই প্রয়াস কার্যকরী হয়নি। যথা সময়েই মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। তুমুল হিটও হয়েছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবির প্রশংসা করেছেন।
কিন্তু বিতর্ক এখনো থেমে যায়নি। এরপরেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষনা করা হয়। তিনি দেশের যেখানেই যাবেন সেখানেই সিআরপিএফের জওয়ানরা তাঁর নিরাপত্তা নিশ্চিত করবেন। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের পর বিবেকই হলেন একমাত্র বলিউড তারকা যিনি ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা পেলেন।
হোলির দিন আরো একটি সুখবর পেয়েছেন পরিচালক। ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল দ্য কাশ্মীর ফাইলস। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে সকলকে হোলির শুভেচ্ছা জানিয়ে বিবেক লেখেন, ৭ দিনেই গোটা বিশ্বে ১০৬.৮০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।
গত ১১ মার্চ মুক্তি পেয়েছে দ্য কাশ্মীর ফাইলস। দীর্ঘদিন ধরে ধামাচাপা পড়ে থাকা ইতিহাসের পাতা উলটে সত্যি ঘটনাগুলো বের করে এনেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কাশ্মীরি পণ্ডিতদের উপরে হওয়া যে নির্মম অত্যাচারের ঘটনাবলী এতদিন সকলের চোখের আড়ালে ছিল তা এখন প্রকাশ্যে। মানুষ শিউড়ে উঠছে ছবি দেখে। সপ্তাহান্তে তো বটেই, অন্যান্য দিনেও কর্মব্যস্ততার ফাঁকে সময় বের করে দ্য কাশ্মীর ফাইলস দেখে আসছেন দর্শকরা।